আমাদের বসতভিটার আঙিনা, রাস্তাঘাট, পুকুরপাড়, পাহাড়, নদ-নদীর আশেপাশসহ সর্বস্থানে বৃক্ষরোপণের মাধ্যমে পৃথিবীকে রক্ষা করতে ভূমিকা রাখতে পারেন প্রতিটি মানুষ। পরিবেশ রক্ষায় বৃক্ষের ভূমিকা অপরিসীম। তাই আমাদের বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে। চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র ও বাংলাদেশ সমাজকল্যাণ ও পরিবেশ উন্নয়ন সমিতি বিগত ১৫ বছরের ন্যায়ে এ বছরও আকাশমনি, আকাসিয়া হাইব্রিড, বকাইন নিম, শীল কড়ই, গামারী, গর্জন, কৃষ্ণচূড়া, ঝাউ, পলাশ, কাঁঠাল, জলপাই, তেঁতুল, আমলকি, বহেড়া, সোনালু, জাম্বুরাসহ বিভিন্ন প্রজাতির ১০ হাজার ফলজ, বনজ, ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি সোহেল মো. ফখরুদ-দীনের সভাপতিত্বে ২৫ আগস্ট রবিবার সকালে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি-চট্টগ্রাম নার্সারি থেকে চারা বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, পরিবেশবিদ, লেখক ও মেরন সান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ। উল্লেখ্য যে, চন্দনাইশ, সাতকানিয়া, চকরিয়া, পেকুয়া, বাঁশখালী, আনোয়ারা, পটিয়াসহ এলাকার বিভিন্ন সামাজিক, সাহিত্য-সাংস্কৃতিক সংগঠকদের মাঝে উল্লিখিত বৃক্ষের চারাগুলো প্রদান করা হয়। এছাড়াও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দুইধারেও এই চারাগুলো রোপণ করা হচ্ছে। বিজ্ঞপ্তি