সিইসি চট্টগ্রাম আসছেন আজ

46

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে চট্টগ্রামে আসছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। আজ দুপুর আড়াইটায় ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কমিশন সংশ্লিষ্ট বাহিনীগুলোর সাথে আলাপ-আলোচনা করবেন। প্রতিবার নির্বাচনের আগ মূহূর্তে সিইসি এমন বৈঠকে উপস্থিত হন।
চট্টগ্রামের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান পূর্বদেশকে বলেন, প্রধান নির্বাচন কমিশনার মহোদয় আইনশৃঙ্খলা বিষয় নিয়ে আলোচনা করবেন। কমিশন ও নির্বাচন সংশ্লিষ্টরা এ সভায় যোগ দিবেন। দুপুর আড়াইটায় এ সভা অনুষ্ঠিত হবে।
জানা যায়, সভায় এ ছাড়াও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান জোরদার করা, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা, নারী ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়া নির্বিঘ্ন করা, রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারদের নিরাপত্তা, নির্বাচনী সামগ্রী কেন্দ্রে পৌঁছানোর নিরাপত্তা, নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের নিরাপত্তায় পুলিশ পাহারা দেয়া, নির্বাচনের আগে, ভোটের দিন ও ভোট পরবর্তী সময়ের সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ রাখার বিষয়গুলো নিয়েও এ সভায় নির্দেশনা থাকবে।