নিজস্ব প্রতিবেদক
নগরের রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল সিইপিজেডে একটি কার্টন তৈরির কারখানায় আগুন লাগার পর দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। গতকাল শনিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে বেপজা গেটের বিপরীতে ‘ইউনিটি অ্যাক্সেসরিজ’ নামে কারখানাটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। রাত সোয়া ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
সিইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন বলেন, ‘পাঁচতলা একটি ভবনের চতুর্থ তলার কার্টন কারখানায় আগুন লেগেছিল। ঘটনার সময় কারখানা খোলা থাকলেও কারখানার কর্মীরা সবাই নিরাপদে বের হয়ে যায় বলে আমরা জানতে পেরেছি। কোনো হতাহতের খবর পাইনি।’
তিনি বলেন, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে পরে জানানো হবে।তবে তারা ধারণা করছেন শর্টসার্কিট থেকে এই আগুন লাগতে পারে।
এর আগে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। নৌবাহিনীর ফায়ার সার্ভিসের একটি ইউনিটও খবর পেয়ে আগুন নেভাতে সাহায্য করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আগুন লাগার পর শ্রমিকেরা ভবনের বিভিন্ন তলায় আটকে থাকে। পরে তারা নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়। তবে হুড়োহুড়ি করে নামতে গিয়ে কয়েকজন সামান্য আহত হয়েছেন।