হিমায়িত মৎস্য রপ্তানি খাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য মৎস্য খাতের খ্যাতনামা পরিবার প্যাসিফিক সী ফুডস্ লি. এর ব্যবস্থাপনা পরিচালক দোদুল কুমার দত্ত বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) নির্বাচিত হয়েছেন। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তাকে এই মর্যাদা দেয়া হয়।
দোদুল কুমার দত্ত এবারে প্রথম সিআইপি নির্বাচিত হলেন। বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এর যৌথ আয়োজনে গত মঙ্গলবার (১৮ ডিসেম্বর) বিকেলে ঢাকাস্থ টিসিবি ভবনের ইপিবি অডেটোরিয়ামে উপস্থিত থেকে তিনি বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদের হাত থেকে আনুষ্ঠানিকভাবে সিআইপি কার্ড-২০১৬ গ্রহণ করেন।
তিনি বাংলাদেশ ফ্রোজেন ফুডস্ এক্সপোর্টার্স এসোসিয়েশনের পরিচালক, ফিশ ইমপোর্টার্স এসোসিয়েশনের সহ-সভাপতি, এফবিসিসিআই এর সাধারণ পরিষদ সদস্য, বাংলাদেশ নন প্যাকার ফ্রোজেন ফুডস্ এক্সপোর্টার্স এসোসিয়েশনের সদস্য। বিজ্ঞপ্তি