সিআইইউ’র শিক্ষার্থীদের উদ্যোক্তাবৃত্তি, দক্ষতা উন্নয়ন এবং উদ্ভাবনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে সম্প্রতি নগরীর জামালখানস্থ চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) আন্তর্জাতিক কর্মসংস্থান সৃষ্টিকারী সংস্থা ওয়াধওয়ানি ফাউন্ডেশনের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে দুই পক্ষের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
সিআইইউ’র রেজিস্ট্রার আনজুমান বানু লিমা ও ওয়াধওয়ানি ফাউন্ডেশনের স্টুডেন্ট সাকসেস বাংলাদেশ এর পরিচালক মো. ওমর ফারুক তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।
এসময় উপস্থিত ছিলেন সিআইইউ’র উপাচার্য প্রফেসর ড. এম এম নুরুল আবসার, সিইটিএল-এর পরিচালক প্রফেসর ড. আসিফ ইকবাল, ডীন, শিক্ষক ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং ওয়াধওয়ানি ফাউন্ডেশনের সিনিয়র অ্যাসোসিয়েট রেদোয়ান ইসলাম। বিজ্ঞপ্তি