সিআইইউ ইংরেজি বিভাগের কালচারাল ক্লাবের অনুষ্ঠান

1

সৃজনশীলতা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকশিত করার লক্ষ্যে স¤প্রতি চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) স্কুল অব লিবারেল আর্টস এন্ড সোশ্যাল সায়েন্স এর ‘কালচারাল ক্লাব’ আয়োজন করে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের। ইংরেজি বিভাগের শিক্ষার্থী নীল অলিয়ন দত্তের উপস্থাপনায় ‘এ ম্যাজিক্যাল গার্ডেন’ শিরোণামে আয়োজিত দুই পর্বের অনুষ্ঠানের প্রথম পর্বে বক্তব্য রাখেন বিভাগের সহকারী অধ্যাপক ও ক্লাব মডারেটর লীমা সেনগুপ্তা, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমএম নুরুল আবসার এবং বিভাগের সহকারী ডিন শারমিন রড্রিগজ। উপাচার্য তাঁর বক্তৃতায় শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সংস্কৃতির চর্চাকে বিশ্ববিদ্যালয়ের মূলধারার অংশ হিসেবে তুলে ধরে বলেন, সিআইইউ’র শিক্ষার্থীরা শুধু একাডেমিক ক্ষেত্রেই নয়, সংস্কৃতি ও সৃজনশীলতার দিক থেকেও সমানভাবে প্রতিভাবান। তিনি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সাংস্কৃতিক কর্মকান্ডে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এসময় ‘সিআইইউ স্ল্যাশ কালচারাল ক্লাব’ এর নাম পরিবর্তন করে আনুষ্ঠানিকভাবে ‘দ্য মিউজেজ’ নামকরণ করা হয়।
সাদিয়া ইসলাম ওরুনার উপস্থাপনায় দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। কোরাস সঙ্গীত, শাস্ত্রীয় নৃত্য, একক নৃত্য, দলনৃত্য, গান ও আবৃত্তি দর্শকদের বিমোহিত করে। বাংলা নাটক ‘গৃহসুখ প্রাইভেট লিমিটেড’ এবং ‘আগাথাক্রিস্টি’র ক্লাসিক্যাল নাটক ‘দ্য মাউসট্র্যাপ’ এর নাট্যরুপ অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে। স্বপ্নের একক নৃত্য ওফায়হা মুনীরের আবেগঘণ আবৃত্তি দর্শকদের প্রশংসা কুড়ায়। অনুষ্ঠানের বিভিন্ন সেগমেন্টে অংশগ্রহণ করেন বিভাগের শিক্ষার্থী জিনান, প্রিয়ন্তি, আফরা, খলা, আসিফ, সাকিব, রৌশনি, নাফিস, জামিল সাজিদ, সাহিল, ইশতিয়াক, জোবাইর, কানিজ, তানিমা, অতশী, পৌষালি, মিশকাত, অর্নি, মোসকান, তাসনিয়া, ফাবিহা, মাহিন, নীল, ফারদিন, সামিরা, সজীব, শায়ানা, ইমাম প্রমুখ। বিজ্ঞপ্তি