সিআইইউর সমাবর্তনের কাউন্টডাউন শুরু

1

চট্টগ্রামের বেসরকারি চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) “সমাবর্তন- ২০২৫” এর কাউন্টডাউন সোমবার দুপুরে কাউন্টডাউন ক্লক স্থাপনের মাধ্যমে শুরু হয়েছে। এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সিআইইউর জামালখানস্থ ক্যাম্পাসে এটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. এমএম নুরুল আবসার। এসময় সমাবর্তন উপলক্ষ্যে গঠিত সিআইইউর মূল কমিটির সদস্যবৃন্দ তথা বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সিআইইউর বহুল প্রতীক্ষিত ‘সমাবর্তন-২০২৫’ আগামি ১৮ জানুয়ারি পতেঙ্গায় অবস্থিত চিটাগং বোট ক্লাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে। অনুষ্ঠানটির ইভেন্ট পার্টনার হিসেবে থাকছে এমজিএইচ গ্রুপ। এতে সিআইইউর ৪টি অনুষদের মোট ২১৮৯ জন শিক্ষার্থীকে গ্র্যাজুয়েশন ডিগ্রি প্রদান করা হবে।
১৯৯৯ সালে ঢাকাস্থ ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (আইইউবি) এর শাখা ক্যাম্পাস হিসেবে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি ২০১৩ সালে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) নামে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে বাংলাদেশ সরকার এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)’র অনুমোদন লাভ করে। শুরু থেকেই মানসম্পন্ন উচ্চশিক্ষা প্রদানের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি অংশীজনদের প্রশংসা কুড়িয়ে আসছে। বিজ্ঞপ্তি