সিআইইউ’র দ্বিতীয় সমাবর্তন আগামীকাল

1

নিজস্ব প্রতিবেদক

চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) দ্বিতীয় সমাবর্তন ২০২৫ আগামী শনিবার চট্টগ্রাম বোট ক্লাবে অনুষ্ঠিত হবে। এ সমাবর্তনে মোট ২ হাজার ১শ ৮৯ জন শিক্ষার্থী ডিগ্রিসহ সনদ লাভ করবেন। এ ছাড়াও শিক্ষাজীবনে অসামান্য কৃতিত্বের জন্য ১৪ শিক্ষার্থীকে ‘টপ এ্যাচিভার্স’ এওয়ার্ড প্রদান করা হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাউজুল কবির খান। তিনি রাষ্ট্রপতির পক্ষে ডিগ্রিধারী শিক্ষার্থীদের সনদ প্রদান করবেন। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ইয়ংওয়ান করপোরেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান নির্বাহী (সিইও) কিহাক সুং। গতকাল বুধবার নগরীর জামালখানস্থ বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মীর মোহাম্মাদ নুরুল আবসার।
উপাচার্য বলেন, এবারের সমাবর্তন অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের মোট ২ হাজার ১শ ৮৯ জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হবে। এর মধ্যে ১ হাজার ৪শ ৫২ জন ব্যবসা, প্রকৌশল, আইন এবং লিবারেল আর্টস অনুষদ থেকে পাস করা স্নাতক পর্যায়ের শিক্ষার্থী এবং ৭৩৭ জন স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী। এছাড়াও ১৪ জন শিক্ষার্থীকে তাদের স্ব স্ব প্রোগ্রামে অসামান্য কৃত্বিত্বের ফলস্বরূপ ‘টপ এ্যাচিভার্স’ এওয়ার্ড প্রদান করা হবে।
তিনি বলেন, একটি বিশ্বমানের নগরীর জন্য বিশ্বমানের শিক্ষাব্যবস্থা থাকাটা খুব জরুরি। চট্টগ্রামবাসী যাতে চট্টগ্রামে থেকেই বিশ্বমানের শিক্ষার সুযোগ লাভ করতে পারে সে লক্ষ্যেই আমরা নিরলস কাজ করে যাচ্ছি। শুরু থেকেই মানসম্পন্ন উচ্চশিক্ষা প্রদান এবং গবেষণার ক্ষেত্রে প্রতিষ্ঠানটি প্রশংসা কুড়িয়েছে। ২০২৪ সালে শিক্ষার্থীদের মাঝে প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা বৃত্তি প্রদান করেছে।
সংবাদ সম্মেলনে জানানো হয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুরুন আখতার এবং সিআইইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান লুৎফে এম আইয়ুব এবং প্রতিষ্ঠাতা ট্রাস্ট’এডুকেশন, সায়েন্স, টেকনোলজি এন্ড কালচারাল ডেভেলপম্যান্ট ট্রাস্ট (ইসটিসিডিটি) চেয়ারম্যান মোহাম্মদ জাকারিয়া খান। এসময় সিআইইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান লুৎফে এম আইয়ুব, ট্রাস্টি দিলরুবা আহমেদ, ট্রাস্টি আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী এবং ট্রাস্টি সাফিয়া গাজী রহমান উপস্থিত ছিলেন।