নগরীর জামালখানস্থ চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) বৈষম্য বিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা এবং জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান বুধবার বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে অনুষ্ঠিত হয়। সিআইইউর ইঞ্জিনিয়ারিং স্কুলের ডিন ড.রুবেল সেন গুপ্তের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
স্মরণসভায় বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আনজুমান বানু লিমা, বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. সৈয়দ মনজুর কাদের, স্কুল অব লিবারেল আর্টস এন্ড সোশ্যাল সায়েন্সের ডিন শারমিন রড্রিগস এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ইমন কল্যান চৌধুরী। সমাপনী বক্তব্য দেন সিআইইউর জাতীয় দিবস উদ্যাপন কমিটির আহŸায়ক অধ্যাপক ড. নাঈম আব্দুল্লাহ। শেষ পর্যায়ে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি