সিআইইউতে ক্যারিয়ার টক

1

সাহিত্যপ্রেমী তরুণদের মধ্যে লেখালেখিকে পেশা হিসেবে গড়ে তোলার অনুপ্রেরণা ও বাস্তব দিকনির্দেশনা তুলে ধরার লক্ষ্যে চিটাগং ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ)-এর ক্রিয়েটিভ রাইটার্স ক্লাব সম্প্রতি আয়োজন করে বিশেষ ক্যারিয়ার টক হাউ টু পারসু অ্যা ক্যারিয়ার ইন লিটারেচার। বিশ্ববিদ্যালয়ের জামালখান ক্যাম্পাস মিলনায়তনে আয়োজিত বিশেষ ক্যারিয়ার টক অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তরুণ লেখক ও ইস্টার্ন ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল ফাহাদ। তিনি তার ব্যক্তিগত সাহিত্যযাত্রার অভিজ্ঞতা শেয়ার করে বলেন, লেখালেখি কোনো তাৎক্ষণিক সাফল্যের গল্প নয়; এটি ধৈর্য, পড়ার অভ্যাস ও আত্ম-অনুসন্ধানের ফল। যদি সাহিত্য হয়ে ওঠে নিজের সত্যকে খুঁজে পাওয়ার পথ, সেটাই প্রকৃত সফলতা। এসময় তিনি লেখালেখিকে পেশা হিসেবে গড়ে তোলার বাস্তব দিক নিয়ে খোলামেলা আলোচনা করেন। ক্রিয়েটিভ রাইটার্স ক্লাব-এর মিডিয়া সেক্রেটারি মুমতাহানা ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিআইইউ-এর স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস-এর সহকারী ডিন সার্মেন রড্রিক্স। ক্লাব মডারেটর শাকিলা মোস্তাক জানান, তরুণ লেখকদের পেশাদার লেখালেখির দিকনির্দেশনা দেওয়া এবং সাহিত্যভিত্তিক ক্যারিয়ারের সম্ভাবনা তুলে ধরাই ছিল এই আয়োজনের লক্ষ্য। আলোচনা শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন বিশ্ববিদ্যালয়ের ডিন, ক্লাবের মডারেটর ও শিক্ষকবৃন্দ। বিজ্ঞপ্তি