সিআইইউতে কানেক্টিং উইথ সি-সুইট সিরিজের ৩য় পর্ব

1

নগরীর জামালখানস্থ চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) ব্যবসা অনুষদের সিগনেচার অনুষ্ঠান ‘কানেক্টিং উইদ সি-সুইট’ সিরিজের ৩য় পর্ব বুধবার বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ‘বাংলাদেশের লজিস্টিক শিল্পে ক্যারিয়ার সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক এই পর্বে মূল বক্তা ছিলেন সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড এর ডিরেক্টর এন্ড চিফ অপারেটিং অফিসার ক্যাপ্টেন কামরুল ইসলাম মজুমদার। বিজনেস স্কুলের ছাত্র ওয়াফিক ফাইরাস আলমের সঞ্চালনায় সেমিনারে শুভেচ্ছা বক্তব্য দেন সিআইইউ বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. সৈয়দ মনজুর কাদের।
বাণিজ্যের স¤প্রসারণের মধ্যেই লজিস্টিক শিল্পে ক্যারিয়ারের অপার সম্ভাবনা লুকিয়ে আছে মন্তব্য করে ক্যাপ্টেন কামরুল ইসলাম মজুমদার বলেন, বাংলাদেশের বিভিন্ন সেক্টরে বিশেষতঃ আন্তর্জাতিক বাণিজ্যে অংশগ্রহণ যত বাড়বে, লজিস্টিক শিল্পে চাকুরির সম্ভাবনা ও স¤প্রসারণ ততই ঘটবে। বাংলাদেশ নিয়ে আশাবাদী উল্লেখ করে ক্যাপ্টেন কামরুল ইসলাম শিক্ষার্থীদের ভবিষ্যত নেতৃত্ব দেওয়ার জন্য আগাম প্রস্তুতি গ্রহণ করার পরামর্শ দেন।
এছাড়াও তিনি লজিস্টিক শিল্পে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, লিডারশীপ, কন্টেইনার শিল্পের বিকাশ নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। তিনি ইন্ডাস্ট্রির সাথে শিক্ষা কারিকুলামের সমন্বয় সাধন করায় সিআইইউর প্রশংসা করেন।
অনুষ্ঠানের শেষে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সমাপনী বক্তব্য দেন সিআইইউর ব্যবসা অনুষদের সহযোগী অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন চৌধুরী খালেদ। বিজ্ঞপ্তি