একুশে পদকপ্রাপ্ত ভাষাবিজ্ঞানী, গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মনিরুজ্জামান’র শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক হোসাইন কবির বলেছেন, সাহিত্যের সব শাখায় বিচরণ করেছেন ড. মনিরুজ্জামান। তিনি নীরবে সাহিত্য সাধনায় তাঁর গবেষণার কাজগুলো ব্যাপক সমৃদ্ধির পথে এগিয়ে নিয়েছেন। তিনি বলেন প্রমিত ভাষায় তাঁর কথা বলা এবং বক্তব্য প্রদান আমরা শিক্ষকরা মনভরে শুনতাম। ড. মনিরুজ্জামানের গবেষণার সফল সাহিত্য কর্মগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ‘সাহিত্য ও সংস্কৃতিতে চট্টগ্রাম’। শিরোনাম সাহিত্য আড্ডা আয়োজিত গত ৭ সেপ্টেম্বর অধ্যাপক ড. মনিরুজ্জামানের শোকসভায় সভাপতিত্ব করেন কবি আশীষ সেন। আবৃত্তিশিল্পী সোমা মুৎসুদ্দী’র সঞ্চালনায় বক্তব্য রাখেন বাম রাজনীতিক রাজা মিয়া, সাংবাদিক প্রদীপ খাস্তগীর, সাংবাদিক ও গবেষক জামাল উদ্দিন, সাংবাদিক সুজিত কুমার দাশ, লেখক ও সাংবাদিক সৈয়দ দিদার আশরাফী, সাংস্কৃতিক সংগঠক প্রণবরাজ বড়ুয়া, দীপক পালিত, সুজন ভট্টাচার্য্য, কবি মনজুর আলম, রোজি চৌধুরী, জয়া সরকার, সমীরন পাল, ইউনুস মিয়া, আফিকা আক্তার, কবি সজল দাশ প্রমুখ। বিজ্ঞপ্তি