কক্সবাজার প্রতিনিধি
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদকে নিয়ে বিভিন্ন ইউটিউবারদের নেতিবাচক মন্তব্যকে ঘিরে ফুঁঁসছে কক্সবাজার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
জানা গেছে, জাতীয় রাজনীতিতে নানা ঘটনাকে কেন্দ্র করে প্রবাসী ইউটিউবার ইলিয়াস হোসেন তার ফেসবুক পেজে সালাহউদ্দিন আহমেদকে নিয়ে পর পর দুটি আক্রমনাত্মক পোস্ট দেন। পোস্ট দুটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর কক্সবাজারে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা গেছে।
ইলিয়াস হোসেনের মন্তব্যের পর থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক পোস্ট দিয়ে সালাহউদ্দিন আহমেদের পক্ষে তাদের অবস্থান জানান দিচ্ছেন। এছাড়া সালাহউদ্দিন আহমেদের নির্বাচনী এলাকা চকরিয়া-পেকুয়াসহ জেলার অন্যান্য উপজেলাগুলোতে প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি।
আজ রবিবার বিকাল ৩টায় উখিয়ার কোটবাজার স্টেশনে সমাবেশ ও বিক্ষোভ মিছিলেল ডাক দিয়েছে উখিয়া উপজেলা বিএনপি।
উখিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব সোলতান মাহমুদ চৌধুরী জানান, সালাউদ্দিন সাহেব এখন শুধু বিএনপি নেতা নন, তিনি জাতীয় নেতা। তিনি লক্ষ-কোটি মানুষের ভালবাসার পাত্র। তিনি যখন দেশের সংকটময় মুহূর্তে জাতীয় রাজনীতিতে দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, তখন তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে।
কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি প্রার্থী ফাহিমুর রহমান বলেন, কক্সবাজারের সন্তান সালাহউদ্দিন আহমেদ কক্সবাজারবাসীর আবেগ-অনুভূতির একটি নাম। তার বিরুদ্ধে যেকোন ষড়যন্ত্র ও অপপ্রচার এ দেশের জনগণ রুখে দেবে।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী জানান, দেশের প্রশ্নে আপসহীন ও ঈমানদার রাজনীতিবিদ সালাহউদ্দিন আহমেদ। দেশের এই ক্রান্তিকালে জাতীয় রাজনীতিতে তার ভূমিকা স্বর্ণাক্ষরে লেখা থাকবে।