সালাহর গোলে আরও এগিয়ে গেল লিভারপুল

32

প্রিমিয়ার লিগের শীর্ষে থেকে বড়দিন কাটাবে লিভারপুল। মোহাম্মদ সালাহর দুর্দান্ত পারফরম্যান্সে শুক্রবার রাতে উলভারহ্যাম্পটনকে ২-০ গোলে হারিয়েছে তারা। নিজে একবার লক্ষ্যভেদ করার সঙ্গে মিশরীয় ফরোয়ার্ড ফন ডাইককে দিয়ে করিয়েছেন অন্যটি। তাতে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি থেকে আরও এগিয়ে গেল লিভারপুল।
১৮ ম্যাচ শেষে লিভারপুর ৪৮ পয়েন্ট নিয়ে আছে টেবিলের শীর্ষে। দ্বিতীয় স্থানে থাকা ম্যানসিটির পয়েন্ট ৪৪, যদিও এক ম্যাচ কম খেলেছে তারা। অবশ্য এই রাউন্ডে জিতলেও দ্বিতীয় স্থানেই থাকতে হবে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নদের।
ফর্মের তুঙ্গে থাকা উলভস গত তিন ম্যাচ জিতে উঠে এসেছে সপ্তম স্থানে। এর ওপর আবার খেলা তাদের ঘরের মাঠেই। লিভারপুলের জন্য তাই কঠিন পরীক্ষাই অপেক্ষা করছিল। যদিও সালাহ আরেকবার জ্বলে ওঠায় সহজ জয় নিয়ে মাঠ ছেড়েছে অলরেডস। ১৮তম মিনিটে লিভারপুল এগিয়ে যায় মিশরীয় তারকার লক্ষ্যভেদে। ফাবিনিয়োর ক্রস বক্সের ভেতর থেকে বাঁ পায়ের টোকায় লক্ষ্যভেদ করেন সালাহ।
এ নিয়ে চলতি প্রিমিয়ার লিগে ১১তম গোলের দেখা পেলেন গত মৌসুমের সর্বোচ্চ গোলদাতা। এবারও আছেন তিনি গোল্ডেন বুটের দৌড়ে।
ওই গোলের লিড নিয়ে বিরতিতে যাওয়ার লিভারপুল দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করে। স্কোরশিটে নাম তোলা সালাহ এবার সহায়কের ভূমিকায়। বক্সের বাইরে থেকে তার ক্রস থেকে ভলিতে বল জালে জড়ান ডাইক। লিভারপুলের জার্সিতে এই ডাচ ডিফেন্ডারের প্রথম গোলে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ষষ্ঠ ম্যাচ জিতে মাঠ ছাড়ে অলরেডস।