চকরিয়া প্রতিনিধি
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে নিয়ে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে চকরিয়া উপজেলা বিএনপি,অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েক হাজার বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মী মিছিল সহকারে পৌর সদরে এসে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ যোগ দেয়।
বুধবার (৪ জুন) দুপুর ১২টায় চকরিয়া উপজেলা বিএনপির আহবায়ক মো. এনামুল হক ও সদস্য সচিব এম. মোবারক আলীর নের্তৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি চকরিয়া পৌর সদরের থানা রাস্তার মাথার সিস্টেম কমপ্লেক্স থেকে শুরু হয়ে মহাসড়ক ঘুরে পুরাতন বাস স্টেশনস্থ জনতা শপিং সেন্টার চত্বরে গিয়ে পূর্ব নির্ধারিত প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা বিএনপির আহবায়ক মো. এনামুল হক, সদস্য সচিব এম. মোবারক আলী, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র নুরুল ইসলাম হায়দার, সাধারণ সম্পাদক আব্দুর রহিমসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ। এছাড়া শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা বলেন, সালাহউদ্দিন আহমদ শুধুমাত্র চকরিয়া পেকুয়া ও কক্সবাজারের নেতা নন। তিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী ও একজন জাতীয় নেতা। সারা দেশে তার আকাশচুম্বি জনপ্রিয়তা রয়েছে। কিন্তু দেশের বাইরে অবস্থান নেয়া কতিপয় কুলাঙ্গার ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সালাহউদ্দিন আহমদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছেন। সালাহউদ্দিন আহমদের বিরুদ্ধে কতিপয় কুলাঙ্গারদের এ লাগাহীন অপপ্রচার অবিলম্বে বন্ধ করার জন্য প্রতিবাদ সমাবেশ থেকে জোর দাবি জানানো হয়।