নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী বলেছেন, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের (আইএসপি) ওপর নির্ভর করে একটি ডিজিটাল জগৎ তৈরি হয়েছে। তাই আইএসপিকে বলবো বড় বড় ব্যবসায়ীদের মতো না দেখে সেবা প্রদানকারীর মতো দেখতে। আমাদের কোলাবোরেটিভ (সহযোগিতামূলক) মডেলে আসতে হবে। আইএসপিকে সে মডেলের দিকে আসতে হবে। আমাদের প্রায়োরিটি দিতে হবে সার্ভিসকে। সার্ভিস দিতে পারলেই ব্যবসা হবে। ব্যবসাকে বাঁচানোর জন্য সার্ভিস দেব আমরা।
গতকাল বুধবার দুপুরে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে ‘চট্টগ্রাম আইসিটি ফেয়ার-২০২৫’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতামূলক মডেলে ব্যবসা পরিচালনার আহবান জানান। এর আগে তিনি সকালে বেলুন উড়িয়ে ‘চট্টগ্রাম আইসিটি ফেয়ার-২০২৫’র উদ্বোধন করেন।
আইএসপিএবি চট্টগ্রামের আহব্বায়ক ও আইসিটি ফেয়ারের সেক্রেটারি রাজিব শাহরিয়ার রুবেন্সের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব আশরাফুল আমিন বলেন, এখন তথ্য-প্রযুক্তির যুগ। নতুন প্রজন্মকে এ বিষয়ে ঠিকভাবে ট্রেনিং দেওয়া দরকার। স্বশরীরে না হলেও ভার্চুয়ালি এটা ব্যবস্থা করা উচিত। বাংলাদেশ অনেক পিছিয়ে আছে। এনালগ সিস্টেমকে কম্পিউটারাইজ করছে। সিটি কর্পোরেশন অনেক নাগরিক সেবা দিয়ে থাকে। আমরা ইন্ড্রাস্ট্রিগুলোর ক্যালিভার এখনও সেভাবে আপগ্রেড করতে পারিনি। বহিঃবিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে আমাদের আপগ্রেড হতে হবে।
আইএসপিএবির সভাপতি এমদাদুল হক বলেন, আইএসপির সুযোগ-সুবিধা এখন তলানিতে। পরিচয় দেওয়ার মতো অবস্থায় রাখেনি। ১৬ বছর যাবৎ লাইসেন্স দেওয়ার বিষয়ে কথা বলে রাখছি। বিভিন্ন ট্যাগ লাগিয়ে লাইসেন্স বন্ধ রাখা হয়েছে। আমরা এর প্রতিবাদ জানাই। আমাদের ওপর নানা ভ্যাট ট্যাক্স বসানো হচ্ছে। এমন হলে অনেক বড় উদ্যোক্তাও এ সেক্টর থেকে হারিয়ে যাবে। অনেকে অবৈধ আইএসপি ব্যবসা করছে। এ ব্যাপারে সরকার ও বিটিআরসিকে কঠোর করতে হবে। অবৈধ আইএসপি বন্ধ না হলে শৃঙ্খলা ফিরে আসবে না।
আইএসপিএবির সেক্রেটারি নাজমুল করিম ভূঁইয়া বলেন, তথ্য-প্রযুক্তির দিক দিয়ে আমরা বাংলাদেশকে এগিয়ে নিতে চাই। যারা সত্যিকারের তথ্য-প্রযুক্তিবিদ তাদেরকে কাজে লাগাতে হবে। আমাদের এখনও লাইসেন্স পেতে অসুবিধা হচ্ছে। আবার নতুন করে ভ্যাট ও শুল্ক বাড়ানো হয়েছে। এ বিষয়ে তো কোন সভায় হয়নি। আইএসপি তো আর দেশের টাকা পাচার করে না। দেশের টাকা দেশে রাখে। আমাদের কাজে কোন ত্রæটি থাকলে আইনের শাসন আমরা মাথা পেতে নেব।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত কমিশনার (শিক্ষা ও আইসিটি) শরীফ উদ্দিন, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য নাজিম উদ্দিন এবং সংগঠনের সহ-সভাপতি ও চট্টগ্রাম আইসিটি ফেয়ার-২০২৫’র আহব্বায়ক আনোয়ারুল আজিম।
উল্লেখ্য, তৃতীয়বারের মতো বর্ণাঢ্য এ ‘চট্টগ্রাম আইসিটি ফেয়ার-২০২৫’ চলবে আগামীকাল শুক্রবার পর্যন্ত, যা সবার জন্য উন্মুক্ত। মেলার প্রথমদিন গতকাল বুধবারের আয়োজনে ছিল বিজ্ঞানমেলা, সেমিনার ও রোবোট সকার প্রতিযোগিতা।
দ্বিতীয় দিন আজ বৃহস্পতিবার আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা, মোটিভেশনাল টক, নেটওয়ার্কিং প্রশিক্ষণ, লাইভ কনসার্ট। সমাপনী দিন আগামীকাল শুক্রবার স্কুলপর্যায়ের কুইজ প্রতিযোগিতা ও সমাপনী অনুষ্ঠান।
প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে মেলা। মেলায় তথ্যপ্রযুক্তি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ৯৬টি স্টল থাকছে।