গত ১০ মে শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাংলাদেশ শিল্পকলার একাডেমি দেশের ৬টি জেলায় রাষ্ট্রীয়ভাবে দেশে প্রথম বারের মত বুদ্ধ পূর্ণিমা উদযাপনে সার্বজনীন ‘সাংস্কৃতিক উৎসব’ আয়োজন করেছে। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম জেলা প্রশাসনের সহযোগিতায় এবং জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের ব্যবস্থাপনায় চট্টগ্রামের সিআরবি শিরীষতলায় আয়োজিত আলোচনা সভা ও সার্বজনীন সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। আলোচনা সভায় জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ভদন্ত ড. সংঘপ্রিয় মহাথের এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রতিনিধি সামিরা আহমেদ। আলোচনা সভায় প্রধান অতিথি বলেন সম্প্রীতির বন্ধনে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকল সাম্প্রদায়িক ভেদাভেদ ভুলে দেশপ্রেমের ভিত্তিতে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তাছাড়া বিশেষ অতিথির বক্তব্যে ভদন্ত ড. সংঘপ্রিয় মহাথের বলেন বুদ্ধের দেখানো মতাদর্শী অনুযায়ী আমাদেরকে সাম্য, শান্তি এবং ঐক্যবদ্ধ থেকে দেশ ও জাতির উন্নয়নের স্বার্থে ত্যাগের মহিমায় বলবান হতে হবে। আলোচনা সভা শেষান্তে বাংলাদেশ টেলিভিশন ও বেতারের বৌদ্ধ সম্প্রদায়ের শিল্পীদের পরিবেশনায় সমবেত কন্ঠে মানবতাবাদী সংগীত পরিবেশিত হয়। এরপর নৃত্য প্রশিক্ষক সোমা বড়ুয়া প্রবন্তী ও নৃত্য প্রশিক্ষক অনন্য বড়ুয়ার পরিচালনায় নৃত্য পরিবেশন করে জেলা শিল্পকলা একাডেমির নৃত্য দল। একক সঙ্গীত পরিবেশন করে শিল্পী জয়া বড়ুয়া এবং সুমন বড়ূয়া। এর পর মঞ্চ মাতিয়ে তুলে জনপ্রিয় ব্যান্ড দল ম্যাট্রিক্যাল ব্যান্ড এবং সবশেষে জনপ্রিয় গানে দর্শকশ্রোতাদের মাতিয়ে তুলেন বাংলা গানের যুবরাজ খ্যাত বিশিষ্ট সংগীত শিল্পী আসিফ আকবর। বিজ্ঞপ্তি