সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের আয়োজনে ‘উন্নত বিশ্ব ও বাংলাদেশের প্রেক্ষাপটে শিশুদের শিক্ষা স্বাস্থ্য এবং নিরাপদ পরিবেশ তৈরির লক্ষ্যে পারিবারিক সচেতনতা’ শীর্ষক গোলটেবিল বৈঠক গত ২৪ মে হোটেল এশিয়ান এসআর’র কনফারেন্স রুমে দৈনিক চাটগাঁ চোখের সম্পাদক এ কে এম জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জাফর ইকবাল। অতিথি আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব ও দৈনিক আমার দেশের ব্যুরো চীফ জাহিদুল করিম কচি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্পেশ্যাল ম্যাজিস্ট্রাট মো. শোয়েব উদ্দিন খান, চট্টগ্রাম মহানগর বিএনপি’র যুগ্ম-আহŸায়ক শফিকুর রহমান স্বপন, ব্যারিস্টার সওদাতুল আনোয়ার খান, প্রিমিয়ার ইউনির্ভাসিটির রেজিষ্ট্রার ও গণিত বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ ইফতেখার মনির, অপর্নাচরণ সিটি কর্পোরেশন স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মো. আবু তালেব বেলাল, নোয়াখালী জেলা খাদ্য নিয়ন্ত্রক হাসান জাহাঙ্গীর, চিটাগং এক্স শাহীন এসোসিয়েশনের প্রেসিডেন্ট এড. এনামুল হক, সিআরএস টিভির চেয়ারম্যান সেলিম নুর। দিলরুবা খানম ছুটির সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক শাহনাজ ইসলাম, লায়ন নুর আক্তার জাহান, এড. রোকসানা আকতার, হাসান মুরাদ চৌধুরী মামুন। বিজ্ঞপ্তি