সারাদেশে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীন ১২টি ভ্যাট কমিশনারেটের মধ্যে গত ডিসেম্বরে সবচেয়ে বেশি রিটার্ন দাখিল হয়েছে চট্টগ্রামে। গত ডিসেম্বর কর মেয়াদে অনলাইনে সারা দেশে ভ্যাট রিটার্ন দাখিল হয়েছে ৮৯ হাজার ৬২৮টি। এর মধ্যে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রামে জমা পড়েছে ১৬ হাজার ২৭৫টি। যা সারা দেশের ১২টি ভ্যাট কমিশনারেটের মধ্যে সর্বোচ্চ।
চট্টগ্রামে মোট ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠান ২৭ হাজার ৪২৭টি। অনলাইনে দাখিল করা রিটার্নের হার মোট নিবন্ধনের ৬০ শতাংশ। সম্প্রতি ভ্যাট মেলা ও ভ্যাট বুথ স্থাপনের ফলে অনলাইনে রিটার্নে দাখিলের সংখ্যা গত কর মেয়াদের তুলনায় ৩ হাজার বেড়েছে। বেশি রিটার্ন জমার পাশাপাশি রাজস্ব আদায়ও বেড়েছে। গত ২০১৯-২০ অর্থবছরের ডিসেম্বরে রাজস্ব আদায় হয়েছিল ৬৭৯ কোটি ৩৩ লাখ টাকা। ২০২০-২১ অর্থবছরের ডিসেম্বরে আদায় হয়েছে ৬৯৮ কোটি ৬৫ লাখ টাকা। বেশি আদায় হয়েছে ১৯ কোটি ৩২ লাখ টাকা।
এ বিষয়ে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রামের কমিশনার মোহাম্মদ আকবর হোসেন বলেন, ভ্যাট মেলা ও ভ্যাট বুথ স্থাপনের ফলে ব্যবসায়ীদের মধ্যে অনলাইনে রিটার্ন দাখিলের ক্ষেত্রে আগ্রহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে। ব্যবসায়ীরা যেন ভবিষ্যতেও অনলাইনের মাধ্যমে কোন সমস্যা ছাড়াই ভ্যাট দিতে পারেন সেই লক্ষ্যে ভ্যাট বুথ ও মেলার আয়োজন অব্যাহত থাকবে। যাতে ভ্যাট আদায়ের পরিমাণ বৃদ্ধি করে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ভ‚মিকা রাখা যায়।