পূর্বদেশ ডেস্ক
সারা দেশে রোববার (৯ ফেব্রæয়ারি) থেকে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে গতকাল মঙ্গলবার আরও ৬০৭ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অন্যান্য মামলা ও ওয়ারেন্ট মূলে গ্রেপ্তার করা হয়েছে আরও এক হাজার ১৬৮ জনকে। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৭৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সদর দফতর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পুলিশ সদর দফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ৬০৭ জনকে। এছাড়া অন্যান্য অভিযানে সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত এক হাজার ৭৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ডেভিল হান্ট অভিযানের প্রথম দিন এক হাজার ৩০৮ এবং দ্বিতীয় দিন ৩৪৩ জনকে গ্রেপ্তার করা হয়। খবর বাংলা ট্রিবিউনের।
অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় যেসব অস্ত্র উদ্ধার করা হয়েছে, সেগুলো হচ্ছে- দুটি বিদেশি পিস্তল, একটি এলজি, একটি ওয়ান শুটারগান, একটি পাইপগান, দুই রাউন্ড গুলি, পাঁচটি কার্তুজ, দুইটি চাপাতি, ছয়টি রামদা, ১৩টি ছোরা, দুইটি কুড়াল, একটি করাত, তিনটি হাতুড়ি, দুটি প্লাস, দুটি বাটাল এবং দুটি লাঠি।
দেশবিরোধী চক্র, সন্ত্রাসী, দুষ্কৃতকারী ও বিশৃঙ্খলাকারীদের আইনের আওতায় আনতে গত ৯ ফেব্রæয়ারি থেকে ডেভিল হান্ট অভিযান শুরু করে সরকার। দেশ ডেভিল মুক্ত না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।