পূর্বদেশ ডেস্ক
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় সারাদেশের জেলা পুলিশ সুপার ও পুলিশের বিভিন্ন বিভাগের প্রধানদের নিয়ে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার গতকাল রোববার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন, সোমবার (আজ) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ওই বৈঠক হবে। খবর বিডিনিউজের।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে কিছুটা উদ্বেগ আছে। প্রধান উপদেষ্টা আগামী আজ সারাদেশের পুলিশ কর্মকর্তাদের ডেকেছেন। এসপি ও এর উপরের দিকের যেসব কর্মকর্তা আছেন, মেট্রোপলিটন পুলিশের কমিশনার, ক্রাইম বিভাগের প্রধানসহ ১২৭ জন কর্মকর্তা প্রধান উপদেষ্টার সঙ্গে বিশেষ বৈঠকে মিলিত হবেন।
তিনি বলেন, পুলিশ কর্মকর্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রধান উপদেষ্টাকে জানাবেন এবং তিনি শুনে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবেন। সভায় পুলিশের আইজিপি স্বাগত বক্তব্য রাখবেন। গত ৫ আগস্টের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পক্ষ থেকে কী কী উদ্যোগ নেওয়া হয়েছে সেটা তুরে ধরবেন আইজিপি।
আইজিপি ছাড়াও পুলিশের ছয়জন মাঠ পর্যায়ের কর্মকর্তা বৈঠকে কথা বলবেন বলে আজাদ মজুমদার জানান।
তিনি বলেন, পুলিশের সঙ্গে প্রধান উপদেষ্টার এটি একটি বিশেষ সভা। এর আগে অতীতে কখনও এমনটি হয়নি। সাধারণত পুলিশ সপ্তাহ হয়। সেখানে সরকারপ্রধান পুলিশের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এবার ১৯ এপ্রিল পুলিশ সপ্তাহ শুরু হবে। সেখানে প্রধান উপদেষ্টা পুলিশের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন।