সারজিস-হাসনাতের বহরে ট্রাকের ধাক্কার ঘটনায় মামলা

2

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলমের গাড়িবহরের একটি প্রাইভেটকারের সঙ্গে ট্রাকের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বুধবার রাতের ওই ঘটনায় আটক ট্রাকটির চালক ও সহকারীকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাদের আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান।
তিনি বলেন, ‘গতকাল রাতে যে প্রাইভেট কারটি ক্ষতিগ্রস্ত হয়েছে, এর চালক বাদি হয়ে মামলা করেছে। ট্রাকের চালক ও সহকারীকে ঘটনার পরই আটক করা হয়েছিল। এই মামলায় চালক ও সহকারীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (শুক্রবার) তাদের চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। সেখান থেকে তাদের দুজনকে কারাগারে পাঠানো হয়েছে’। খবর বিডিনিউজের
চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজা থেকে ফেরার পথে বুধবার সন্ধ্যায় সমন্বয়কদের গাড়ি বহরের একটি প্রাইভেটকারের সঙ্গে ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে। তবে এতে কেউ আহত হয়নি।
লোহাগাড়া থানার চুনতি হাজী রাস্তার মোড় এলাকায় এ ঘটনার পর ট্রাকচালক মজিবুর রহমান (৪০) ও চালকের সহকার হিসেবে থাকা চালকের ছেলে রিফাত মিয়াকে (১৮) আটক করা হয়েছিল। তারা ময়মনসিংহ জেলার ত্রিশালের বাসিন্দা।