মিরসরাই প্রতিনিধি
দেশের বামপন্থী দল ও সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত ‘সা¤্রাজ্যবাদবিরোধী দেশপ্রেমিক জনগণ’র ব্যানারে চারটি প্রধান দাবিতে ঢাকা-চট্টগ্রাম রোডমার্চের অংশ হিসেবে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভায় পথসভা করা হয়েছে। দাবিগুলো হল- চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনালসহ বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে না দিয়ে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় পরিচালনা করা, মিয়ানমারের রাখাইনে মানবিক করিডোর দেওয়ার উদ্যোগ বাতিল, স্টারলিংকের সঙ্গে চুক্তি বাতিল এবং সা¤্রাজ্যবাদী দেশগুলোর সাথে সম্পাদিত চুক্তি উন্মুক্ত করা ও অসম চুক্তি বাতিল করা।
রোডমার্চ কর্মসূচির মূল শ্লোগান ‘মা মাটি মোহনা, বিদেশিদের দেব না’। শনিবার (২৮ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে বারইয়ারহাট পৌঁছে রোডমার্চ। এসময় রোডমার্চে অংশ নেওয়া নেতাকর্মীদের হাতে বিভিন্ন শ্লোগান সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। এর মধ্যে অন্যতম ‘চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া চলবে না, ‘দেশ ও জনগণের স্বার্থবিরোধী সকল অপতৎপরতা রুখে দাঁড়ান, ‘রাখাইনে করিডোর দেওয়ার অশুভ তৎপরতা রুখে দাঁড়ান, ‘চট্টগ্রাম বন্দর বিদেশিদের দেব না, ‘সা¤্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলুন, ‘জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা সংশ্লিষ্ট করিডোর ও বন্দর ইজারা বন্ধ কর।
বারইয়ারহাট পৌরসভার গ্রিন টাওয়ারের সামনে অনুষ্ঠিত পথসভা বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সের সঞ্চালনায় বক্তব্য রাখেন গণমুক্তি আন্দোলনের আহবায়ক নাসির উদ্দিন আহমেদ, ভাসানি পরিষদ নেতা ড. হারুনুর রশীদ, সাংস্কৃৃতিক জোট নেতা মফিজুর রহমান, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য ডা. মুশতাক হোসেন, বাসদের (মার্ক্সবাদী) প্রধান সমন্বয়ক মাসুদ রানা।
পথসভায় বক্তারা বলেন, দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে মার্কিন ও ভারত সরকারের সাথে অনেক গোপনীয় চুক্তির সন্দেহ করা হচ্ছে। আমরা বলতে চাই, এদেশের একজন দেশপ্রেমিক মানুষ থাকতেও সরকারের এ জনস্বার্থবিরোধী উদ্দেশ্য হাসিল হতে দেওয়া হবে না। তাই আজ দেশজুড়ে শ্লোগান উঠেছে ‘মা মাটি মোহনা, বিদেশিদের দেব না’।
বেলা সাড়ে ১২ টায় বারইয়ারহাট পৌরবাজারে পথসভা শেষে চট্টগ্রাম অভিমুখে যাত্রা করে রোডমার্চের গাড়িবহরটি।