দেশের জনগণকে কোনো সাম্প্রদায়িক উস্কানির ফাঁদে পা না দিয়ে সম্প্রীতি রক্ষার আহবান জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। গত ৫ ডিসেম্বর নগরীর পাহাড়তলীর সাগরিকা বিটাক বাজার মোড়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, পাহাড়তলী থানা শাখার উদ্যেগে আয়োজিত এক সমাবেশ থেকে এ আহবান জানানো হয়। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন পাহাড়তলী থানা শাখার সভাপতি শুভ দেবনাথের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলার সহ-সভাপতি অয়ন সেনগুপ্ত, সাবেক সহ-সভাপতি ডেনি বিশ্বাস, সদস্য স্নেহেন্দু বণিক, পাহাড়তলী থানার সহ-সভাপতি নিশান রায়, সাধারণ সম্পাদক সুমন রহমান, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক রুদ্র রায়, দপ্তর সম্পাদক শুভ দাশ প্রমুখ। সমাবেশে সঞ্চালনা করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, পাহাড়তলী থানা শাখার সাংগাঠনিক সম্পাদক প্রিন্স দাশ। সমাবেশে বক্তারা বলেন, গত ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকার পতনের মাধ্যমে দেশের মানুষ যে আকাঙ্খা নিয়ে স্বপ্ন দেখিছিল, তার প্রতিফলন আমরা দেখতে পাই না। বরং আমরা দেখেতে পাচ্ছি দেশে সা¤প্রদায়িক হামলা, মন্দির, মসজিদ, মাজার এবং ভাস্কর্য ভাঙার মতো ঘটনা। বকেয়া বেতনের দাবিতে যখন গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন করে তার উপর পুলিশ গুলি চালাই। আমরা আরও দেখেছি উপার্জনের রাস্তা তৈরি না করে ব্যাটারি চালিত রিকশা বন্ধের মতো সিদ্ধান্ত। তার মধ্যে দ্রব্যমূল্যর উর্ধগতি মানুষকে বিষন্ন করে তুলেছে। বক্তারা আরও বলেন, প্রশাসনের নীরবতায় উগ্রবাদীদেদর আস্ফালন বেড়ে গেছে, তারা দেশে সা¤প্রদায়িক দাঙ্গা লাগিয়ে সম্প্রীতি নষ্ট করতে চাই। তাদের এই উগ্রবাদীতাকে কাজে লাগিয়ে ভারত সরকার ঐ দেশের সা¤প্রদায়িকতার রাজনীতি করতে চাই। তারা বাংলাদেশের দূতাবাসে হামলা করে দুই দেশের পরিস্থিতি ঘোলাটে করে বিদেশিদের সাথে ষড়যন্ত্র করতে চাই। আমরা দেশের জনগণকে সজাগ থাকার ও কোন সাম্প্রদায়িক উস্কানির ফাঁদে পা না দেয়ার আহবান জানাই। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আমাদের সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা রাখা প্রয়োজন। সমাবেশ শেষে একটি মিছিল বিটাক মোড় থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাগরিকা মোড়ে গিয়ে শেষ হয়। বিজ্ঞপ্তি