সামাজিক স্বাস্থ্যসেবা কার্যক্রম বিষয়ক কর্মশালা

4

সামাজিক স্বাস্থ্যসেবা বিষয়ক বার্ষিক অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২২ আগস্ট দুপুরে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের আয়োজনে উপজেলার একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াংয়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন।
প্রকল্প নিয়ে ধারণা দেন- হাসপাতালের কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের (সিসিএইচপি) ম্যানেজার বিজয় মারমা। বক্তব্য রাখেন কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি কাজী মোশারফ হোসেন, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. ইলিয়াছ, সাধারণ সম্পাাদক মাসুদ নাসির। কর্মশালায় সিসিএইচপি’র কর্মী, কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
-রাঙ্গুনিয়া প্রতিনিধি