‘সামাজিক ট্রমা থেকে মুক্তি পেতে সাহিত্য রচনা করেন কবি-গল্পকার’

1

কবি ও প্রভাষক চন্দনা ভট্টাচার্যের কাব্যগ্রন্থ ‘জলের গিঁট’ ও শিক্ষিক জোনাকি দত্তের প্রকাশিত শিশুদের নিয়ে গল্পের বই ‘টুনটুনির বিয়ে’ এই দুটি বইয়ের পাঠ উন্মোচন অনুষ্ঠান আয়োজন করে প্রবর্তক স্কুল এন্ড কলেজ। পাঠ উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেন, একই প্রতিষ্ঠানের শিক্ষকের প্রকাশিত বই নিয়ে পাঠ উন্মোচন কোন শিক্ষা প্রতিষ্ঠান আয়োজন করেছে কিনা আমাদের জানা নেই। এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে লেখকদের অনুপ্রেরণা হয়ে থাকবে। সাহিত্য রচনা হয় নির্জনে নিভৃতে। কবি ও শিল্পীদের অব্যক্ত কথা, ব্যথা-বেদনা ও সামাজিক ট্রমা থেকে মুক্তি পাওয়ার জন্য সাহিত্য রচনা করেন। কবিরা কবিতা রচনা করেন সমাজের বিভিন্ন দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবর্তক কলেজের অধ্যক্ষ মনোজ কুমার দেব। স্বাগত বক্তব্য দেন সিনিয়র শিক্ষক বিষ্ণু পাল। অনুষ্ঠানে অতিথি ছিলেন প্রবর্তক স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইন্দুনন্দন দত্ত এবং শিক্ষা গবেষক ও সমাজ অনুভাবক ড. শামসুদ্দীন শিশির। আলোচক ছিলেন প্রাক্তন অধ্যক্ষ প্রাবন্ধিক প্রফেসর রীতা দত্ত, কবি ও আদিবাসী সাহিত্য-চিন্তক হাফিজ রশিদ খান, কবি ও প্রাবন্ধিক অধ্যাপক বাসুদেব খাস্তগীর, আজিজ কাজল ও শেখর দেব। অনুষ্ঠান সঞ্চালনা করেন পুষ্পিতা বৈদ্য। পাঠ উন্মোচন অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন টিভি ও বেতারের সংগীত শিল্পী অধ্যাপক পিন্টু ঘোষ, সঙ্গীত শিল্পী খোকন মালাকার ও শিশু শিল্পী অয়নজয় মালাকার। কবি চন্দনা ভট্টাচার্যের কাব্যগ্রন্থ ‘জলের গিঁট’ থেকে কবিতা পাঠ করেন, আবৃত্তি শিল্পী ইকবাল হোসেন, প্রবর্তক কলেজের শিক্ষার্থী মোহাম্মদ জহিরুল ইসলাম, কৃষ্ণ দে ও তাসকিন তাবাসসুম। গল্পকার জোনাকি দত্তের ছোটদের গল্পের বই ‘টুনটুনির বিয়ে’ থেকে পাঠ করে শোনান প্রতিষ্ঠানের প্রভাতী শাখার শিক্ষার্থী দসাই উ মারমা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রভাষক মো. নুরুল হাসান, সাংবাদিক রাজেশ চক্রবর্তী ও কমল দাশ, প্রণতি ভট্টাচার্য্য, শ্যামল বৈদ্য প্রমুখ। কাব্যগ্রন্থ ‘জলের গিঁট’ খড়িমাটি ও ছোটদের গল্প ‘টুনটুনির বিয়ে’ শৈলী প্রকাশন থেকে প্রকাশিত হয়। বিজ্ঞপ্তি