পূর্বদেশ ক্রীড়া ডেস্ক
দিনের শুরুটা ছিল কেবলই অপেক্ষার। কখন একটা সুযোগ দেবেন ভারতীয় ব্যাটাররা। সেটি খুব বেশি তারা দেননি। এরপর পাহাড়সম লক্ষ্য দাঁড়ায় বাংলাদেশের সামনে। রান তাড়ায় নেমে উইকেট হারালেও ইতিবাচক আছে তারা। চেন্নাইয়ে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। নিজেদের প্রথম ইনিংসে ৩৭৬ রানে অলআউট হয় স্বাগতিকরা। পরে নিজেদের প্রথম ইনিংসে ১৪৯ রানে অলআউট হয় ভারত। এরপর ৪ উইকেট হারিয়ে ২৮৭ রান করে ভারত। ৫১৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৪ উইকেট হারিয়ে ১৫৮ রান করেছে বাংলাদেশ।
নিজেদের ২য় ইনিংসে ৪ উইকেটে ২৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করে ভারত। বাংলাদেশের সামনে দাঁড়ায় ৫১৫ রানের বড় লক্ষ্য। ইনিংস ঘোষণার সময় গিল ১১৯ রানে ও লোকেশ রাহুল ২২ রানে অপরাজিত ছিলেন। বিশাল রান তাড়ায় নেমে ইতিবাচক আছেন বাংলাদেশের দুই ওপেনার। চা বিরতির আগে ১৩ ওভার খেলে ৫৬ রান করেন তারা। বিরতি থেকে ফেরার পরই ভেঙে যায় উদ্বোধনী জুটি। ৩৩ রান করা জাকিরকে স্লিপে ইয়াশাসবি জায়সাওয়াল ক্যাচ বানান জসপ্রিত বুমরাহ। তার বিদায়ের পর উদ্বোধনী সঙ্গী সাদমানও বেশিক্ষণ টিকতে পারেননি।
৬৮ বলে ৩৫ রান করে শর্ট লেগে ক্যাচ দেন তিনি। সাদমানকে তুলে নেওয়া অশ্বিন ফেরান মুমিনুল হককেও। ২৪ বলে ১৩ রান করে বোল্ড হয়ে যান তিনি। অভিজ্ঞ মুশফিকুর রহিমও লম্বা ইনিংস খেলতে পারেননি।
আউট হওয়ার আগের বলে ছক্কা খেলেছিলেন তিনি। কিন্তু পরের বলে এগিয়ে এসে মারতে গিয়ে ক্যাচ দেন মিড অফে। একপ্রান্তে দাঁড়িয়ে অবশ্য হাফ সেঞ্চুরি তুলে নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
১০ ইনিংস পর হাফ সেঞ্চুরি করলেন তিনি। তার ফিফটির পরই অবশ্য আলোকস্বল্পতায় খেলা বন্ধ হয়ে যায়। পরে ঘোষণা করা হয় দিনের খেলা শেষ হওয়ারও।