ঢাকার সাভারে আবারো চলন্ত বাসের যাত্রীদের জিম্মি করে সোনার গহনা-মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দুপুর ১২ টার দিকে ব্যাংক টাউন এলাকায় চন্দ্রা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সাভার পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে বলে তায়েফুর রহমান নামে এক যাত্রী দাবি করেন।
তিনি বলেন, যাত্রীবেশী ছিনতাইকারীরা ছুরির ভয় দেখিয়ে যাত্রীদের সোনার গহনা, মোবাইল ফোন লুটে নেয়। প্রত্যক্ষদর্শী তায়েফুর বলেন, ‘আমি ওই বাসে পরিবার নিয়ে ঢাকায় যাচ্ছিলাম। বাসটি ব্যাংক টাউন স্ট্যান্ডে থামানো হলে তিনজন যুবক গাড়িতে ওঠে। পরে গাড়িটি ব্যাংক টাউন ব্রিজের উপর গেলে নারী যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে তাদের সঙ্গে থাকা মোবাইল ফোন, গলার চেইন, কানের দুলসহ ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে নেমে যায় তিনজন’। খবর বিডিনিউজের
তিনি আরও বলেন, ‘ছিনতাইকারীরা আমার স্ত্রীর গলায় থাকা প্রায় এক ভরি ওজনের সোনার চেইন লকেটসহ নিয়ে গেছে। এ সময় অন্য নারী যাত্রীদের কাছ থেকেও একইভাবে নগদ টাকা, সোনার গহনা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে’।
তার ভাষ্য, ‘আমার কাছে মনে হচ্ছে, বাসটির চালক ও সহকারী ছিনতাইকারীদের সঙ্গে জড়িত রয়েছে। তাদের আইনের আওতায় আনা হলে ছিনতাইকারীদের তথ্য পাওয়া যেতে পারে’।
মহাসড়কের সাভার অংশে পুলিশের একাধিক তল্লাশি চৌকি বসানো হলেও থামানো যাচ্ছে না চলন্ত বাসে ডাকাতি ও ছিনতাই। ঢাকা-আরিচা মহাসড়কের ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেইট পর্যন্ত ৫ কিলোমিটার এই সড়কটির পুলিশ টাউন, ব্যাংক টাউন, গেন্ডা, শিমুলতলা, রেডিও কলোনি, সিঅ্যান্ডবি এলাকায় দিন-দুপুরে প্রায়ই চলন্ত বাসে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে।
এর আগে ৫ এপ্রিল বিকালে ব্যাংক টাউন এলাকায় ইতিহাস পরিবহনের একটি বাস থেকে যাত্রীবেশী ছিনতাইকারীরা ছুরি দিয়ে ভয় দেখিয়ে যাত্রীদের নগদ অর্থ, সোনার গহনাসহ মালামাল লুটে নেয়। গত ২ মার্চ দুপুরে মহাসড়কে রেডিও কলোনি বাস স্ট্যান্ডের কাছে রাজধানী পরিবহনের একটি বাসে ডাকাতির ঘটনা ঘটে।
গত ১৪ ফেব্রুয়ারি দুপুরে পুলিশ টাউন এলাকায় মানিকগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া শুভযাত্রা পরিবহনের একটি বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ নিয়ে গত তিন মাসে চলন্ত বাসে অন্তত পাঁচটি ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটল।
বার বার দিন-দুপুরে চলন্ত বাসে একই কায়দায় যাত্রীদের জিম্মি করে ছিনতাই ও ডাকাতির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সাভার নাগরিক কমিটির সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন খান নাঈম। কালক্ষেপণ না করে দ্রæত মহাসড়কের নিরাপত্তা বাড়ানোর দাবি জানান তিনি।
সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা বলেন, ‘ছিনতাইকারীদের ধরতে আমাদের সার্বক্ষণিক টহল টিম রয়েছে। ঘটনার সময়ও গেন্ডা এলাকায় আমাদের সদস্যরা কাজ করছিল। সাভার পরিবহনের বাসে ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে’।
সাভারে চলন্ত বাসে একাধিক ডাকাতির ঘটনা স্বীকার করে অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবীর বলেন, ‘মহাসড়কে টহল বাড়ানো হয়েছে। জড়িত অনেককেই গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি অপরাধীদের ধরতে বিশেষ প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে। দ্রæত সময়ের মধ্যে ডাকাত চক্রকে আইনের আওতায় নিয়ে আসা হবে’।