বিএনপি কর্মী মকবুল হোসেনকে গুলি করে হত্যার অভিযোগে পল্টন থানার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই আলমগীর জানান, সাবেক মন্ত্রীকে শুক্রবার (গতকাল) আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক নাজমুল হাচান। অন্যদিকে উবায়দুল মোকতাদিরের আইনজীবী রিমান্ডের বিরোধিতা করে জামিনের আবেদন করেন। খবর বিডিনিউজের
উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম মেহেরা মাহবুব জামিন নাকচ করে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।
গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টার দিকে রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া এলাকা থেকে উবায়দুল মোকতাদির চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে বিএনপি কর্মী হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
মামলার বিবরণে বলা হয়, একদফা দাবিতে আন্দোলনের মধ্যে ২০২২ সালের ১০ ডিসেম্বর সমাবেশের ডাক দিয়েছিল বিএনপি। তার আগে ৭ ডিসেম্বর ডিবি পুলিশের কর্মকর্তা হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালায়। সে সময় বিএনপি কার্যালয়ে ‘ভাঙচুর’ চালানো হয়। কার্যালয়ের পাশে থাকা হাজার হাজার নেতাকর্মীর ওপর ‘হামলা’ চালানো হয়। সে সময় মকবুল হোসেন নামে এক বিএনপি কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান।
সরকার পতনের পর গত ৩০ সেপ্টেম্বর ওই ঘটনায় মামলা করেন মাহফুজুর রহমান নামে একজন। সেখানে শেখ হাসিনাসহ ২৫৬ জনকে আসামি করা হয়।
সাবেক সচিব উবায়দুল মোকতাদির ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে ২০১১ সালে উপনির্বাচনে প্রথমবারের মত সংসদ সদস্য নির্বাচিত হন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব হিসেবে ১৯৯৬ থেকে ২০০১ সালে দায়িত্ব পালন করা উবায়দুল মোকতাদির ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়নে দ্বিতীয়বার নির্বাচিত হন।
এরপর ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবং চলতি বছরের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চতুর্থবারের মতো জয়লাভ করে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পান।
সরকারি আমলা হিসেবে অবসরের পর রাজনীতিতে নাম লেখানো উবায়দুল মোকতাদির নবম সংসদে পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, দশম সংসদে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং একাদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।
১৯৮৩ সালে বিসিএস দিয়ে প্রশাসন ক্যাডারে যোগ দেন সাবেক এই আমলা, যিনি ১৯৮৬ সালে জাতীয় সংসদে তখনকার বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার সহকারী একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।