পূর্বদেশ ডেস্ক
ঊনত্রিশ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মাতারবাড়ী আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার প্রকল্পের সাবেক পরিচালক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ এই মামলা করেন দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান। দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বলেন, জাহাঙ্গীর আলম জ্ঞাত আয়বহির্ভূত ২৯ কোটি ৭ লাখ ১১ হাজার ৪৫৪ টাকার সম্পদ অর্জনের পাশাপাশি ৯৪টি ব্যাংক হিসাবের মাধ্যমে সন্দেহজনক ১২৭ কোটি ৩৫ লাখ টাকা লেনদেন করেছেন।
মামলায় অভিযোগ করা হয়েছে, জাহাঙ্গীর আলম অবৈধ উপায়ে অর্জিত সম্পদ গোপন করার উদ্দেশ্যে মানিলন্ডারিংয়ে জড়িত ছিলেন। এসব কর্মকান্ড দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারার আওতায় অপরাধ হিসেবে গণ্য। খবর বিডিনিউজের।
সাবেক এমপি সৈয়দা রুবিনা আক্তার ও স্বামীর বিরুদ্ধে মামলা : অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মীরা ও তার স্বামী মো. মোশারফ হোসাইন সরদারের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে দুদক।
গতকাল দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে উপপরিচালক রেজাউল করিম বাদী হয়ে এই মামলাগুলো দায়ের করেন।
দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
সৈয়দা রুবিনা আক্তার মীরার বিরুদ্ধে মামলায় অভিযোগ করা হয়েছে, আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ৫৭ লাখ ১৮ হাজার টাকার সম্পদ অর্জন করেছেন তিনি।
এছাড়া তার নামে ১০টি ব্যাংক হিসাবে ১৭৮ কোটি ৫২ লাখ ৫৬ হাজার ৬৩১ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।
অন্যদিকে, তার স্বামী মো. মোশারফ হোসাইন সরদারের বিরুদ্ধে ১ কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৫০৮ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে আরেক মামলায়।
এছাড়া তার নামে ৩টি ব্যাংক হিসাবে ৩৬ কোটি ৭৪ লাখ ৩৬ হাজার ৭৭২ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগও করা হয়েছে। এই মামলায় সৈয়দা রুবিনা আক্তার মীরাকেও আসামি করা হয়েছে।