সাবেক নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন গ্রেপ্তার

3

পূর্বদেশ ডেস্ক

নির্বাচন কমিশনের সাবেক সচিব হেলালুদ্দীন আহমদকে ঢাকার পল্টন থানার হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। কোতোয়ালি থানা পুলিশের একটি দল বুধবার সন্ধ্যায় বন্দরনগরীর খুলশী তুলাতুলী এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে।
চট্টগ্রাম নগর পুলিশের এডিসি (মিডিয়া) তারেক আজিজ বলেন, ঢাকা মহানগর পুলিশের অনুরোধে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর পল্টন থানায় হওয়া হত্যা ও বিস্ফোরক আইনের মামলার তিনি এজাহারনামীয় আসামি। খবর বিডিনিউজের।
২০২২ সালে স্থানীয় সরকার সচিব হিসেবে অবসরে যান হেলালুদ্দীন আহমদ। তার আগে তিনি নির্বাচন কমিশন সচিবের দায়িত্বে ছিলেন।
১৯৮৮ সালে সপ্তম বিসিএসের মাধ্যমে সরকারি চাকরিতে যোগ দেওয়া হেলালুদ্দীনকে অবসরের পর পিএসসির সদস্য করে নেয় তখনকার আওয়ামী লীগ সরকার। ক্ষমতার পালাবদলের পর গত ৮ অক্টোবর তিনি পদত্যাগ করেন।