সাবেক তথ্যমন্ত্রীর ঘনিষ্ঠ যুবলীগ নেতা গ্রেপ্তার

4

নিজস্ব প্রতিবেদক

সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত উত্তর জেলা যুবলীগের ‘দাপুটে’ নেতা শামসুদ্দোহা সিকদার আরজুকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে জনতা। গত শুক্রবার গভীর রাতে নগরীর পাহাড়তলী থানা এলাকায় একটি কমিউনিটি সেন্টারের সামনে থেকে তাকে ধরে পুলিশকে দেয় স্থানীয় লোকজন। গ্রেপ্তার শামসুদ্দোহা সিকদার আরজু উত্তর জেলা যুবলীগের সহ-সভাপতির পাশাপাশি রাঙ্গুনিয়া উপজেলা কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন।
পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদ বলেন, ‘শুক্রবার রাত তিনটার দিকে যুবলীগ নেতা আরজুকে একদল লোক আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে তাকে সেখান থেকে থানায় নিয়ে আসে। শনিবার দুপুর তার বিরুদ্ধে থানায় আগেই দায়ের হওয়া একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জানা গেছে, ২০১৮ সালের সংসদ নির্বাচনের প্রচারণায় নগরীর পাহাড়তলী এলাকায় গিয়ে যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীদের আক্রমণের শিকার হয়েছিলেন বিএনপির প্রার্থী বর্তমানে প্রয়াত আব্দুল্লাহ আল নোমান। এ ঘটনায় পাহাড়তলী থানায় করা একটি মামলার আসামি আরজু। তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। অপর একটি সূত্র জানিয়েছে, শুক্রবার রাতে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে গাড়ি পার্কিং করা নিয়ে লোকজনের সাথে বিবাদে জড়ান যুবলীগ নেতা আরজু সিকদার। পরিচয় জানার পর লোকজন তাকে আটকে রেখে পুলিশে খবর দেয়। এরপর পুলিশ গিয়ে তাকে গাড়িতে তুলে থানায় নিয়ে আসে।