সাবেক ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ২

1

রাউজান প্রতিনিধি

রাউজানে যুবদলকর্মী মো. আলমগীর আলম (৫০) হত্যাকান্ডের ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে রাউজান থানা পুলিশ। তারা হলেন উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও রাউজান পৌরসভার হরিষখানপাড়ার মৃত নুরুল আমিনের ছেলে মো. রাসেল খান (৪২) এবং পৌরসভার রহমতপাড়ার চুনা করিমের ছেলে মো. হৃদয় (৩৫)।
রাউজান থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভুঁইয়া তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত সোমবার রাতে নিহতের পিতা আব্দুস ছত্তার বাদী হয়ে ২১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৫৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। রাসেল ও হৃদয় যথাক্রমে মামলার ৭ ও ২১ নম্বর আসামি। তাদেরকে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
এদিকে সোমবার রাতে রাসেল খানের আটকের খবর ছড়িয়ে পড়লে চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কে নেমে আসে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। তারা আটকের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। পরদিন মঙ্গলবার সকাল ১১ টার দিকে মুন্সিরঘাটা এলাকা থেকে উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজলের নেতৃত্বে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। ১ টার দিকে পাহাড়তলী চৌমুহনী এলাকায় আরও একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বক্তারা অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিপক্ষরা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর কর্মীদেরকে মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা করছে।
উল্লেখ্য, গত ২৫ অক্টোবর বিকেল সাড়ে চারটার দিকে রাউজান পৌরসভার কায়কোবাদ আহমেদ জামে মসজিদের সামনে যুবদলকর্মী মো. আলমগীর আলমকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়।