সীতাকুন্ড প্রতিনিধি
২০১৮ সালের ২৬ ডিসেম্বর কেন্দ্রীয় বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর বাড়িতে হামলা ও ভাঙচুড়ের ঘটনায় মামলা করেছেন মো. মেহেদি হাসান তারেক নামে এক ব্যক্তি।
জানা গেছে, ২০১৮ সালের জাতীয় নির্বাচনকে সামনে রেখে ওইদিন আসলাম চৌধুরীর বাড়িতে বিএনপির তৎকালীন মনোনীত প্রার্থী, উপজেলা বিএনপি আহব্বায়ক ইসহাক কাদের চৌধুরীর সংবাদ সম্মেলনকালে হামলার ঘটনায় এ মামলা করা হয়।
গত সোমবার রাতেই সীতাকুন্ড থানা পুলিশ মামলাটি আমলে নিয়ে নথিভুক্ত করেন বলে বিষয়টি নিশ্চিত করেন সীতাকুন্ড মডেল থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক রাজিব চন্দ্র পোদ্দার। মামলায় চট্টগ্রাম-৪ আসনের দুই সাবেক সংসদ সদস্য দিদারুল আলম, এস এম আল মামুন এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল্ল্যাহ আল বাকের ভুইয়াসহ ৬৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও একশত জনকে আসামি করে মামলা দায়ের করেন।
থানা সূত্রে জানা যায়, ২০১৮ সালের জাতীয় নির্বাচনকে সামনে রেখে আসলাম চৌধুরী এফসিএ’র বড়ভাই বিএনপি প্রার্থী ইসহাক কাদের চৌধুরী নিজবাড়িতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এতে বিপুল সংখ্যক বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত হন। এ সময় কোন কিছু বুঝে উঠার আগে মামলায় উল্লেখিত আসামিদের নির্দেশে দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। এছাড়া ভীতিকর পরিবেশ সৃষ্টি করে বাড়িতে থাকা স্বর্ণালংকার ও নগদ ৩ লক্ষাধিক টাকাসহ ১৫ লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। তখন আসামিরা বিএনপি প্রার্থী ইসহাক কাদের চৌধুরীর নির্বাচনী কাজে ব্যবহৃত গাড়িতে পেট্রল বোমার তৈরির সরঞ্জাম ও একটি পাইপ গান রেখে সাজানো নাটক করে সীতাকুন্ড থানায় মামলা করেন।
সীতাকুন্ড মডেল থানার ওসি মজিবুর রহমান বলেন, বিএনপি নেতা আসলাম চৌধুরী ও তার বড় ভাই বিএনপি মনোনিত প্রার্থী ইসহাক কাদের চৌধুরীর বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনায় মেহেদি হাসান তারেক নামে এক ব্যক্তি এজাহারনামীয় ৬৫ জন ও অজ্ঞাত একশত জনকে আসামি করে মামলা করেছেন। মামলা পরবর্তী আমরা আসামিদের গ্রেপ্তার চেষ্টা অব্যাহত রেখেছি।