সাবেক এমপিদের আনা ২৪ ‘ল্যান্ড ক্রুজার’ নিলামে

1

পূর্বদেশ ডেস্ক

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতা হারানো আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যদের আনা ২৪টি ‘ল্যান্ড ক্রুজার’ গাড়ি নিলামে তুলেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। কাস্টমস কর্তৃপক্ষ গত সোমবার অনলাইনে সাবেক এমপিদের এসব গাড়ি নিলামে তোলে। শুল্ক-করসহ এসব গাড়ির প্রতিটির সংরক্ষিত মূল্য ধরা হয়েছে ৯ কোটি ৬৭ লাখ টাকা। এই লটে ২৪ জন সাবেক সংসদ সদস্যের আনা ল্যান্ড ক্রুজার ছাড়াও আরও ২০টি গাড়ি নিলামে তোলা হয়েছে। শুল্ক-কর দিয়ে এসব বিলাসবহুল গাড়ি কেনার জন্য যে কেউ নিলামে অংশ নিতে পারবেন বলে কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে। খবর বিডিনিউজের
চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার মো. সাকিব হোসেন বলেন, ‘শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা সাবেক এমপিদের বিলাসবহুল ৩১টি গাড়ির মধ্যে ২৪টি নিলামে তোলা হয়েছে। নিলামে অংশগ্রহণকারীদের দর বিবেচনায় এসব বিক্রি করা হবে’।
২০২৪ সালের জানুয়ারিতে দ্বাদশ সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগের সংসদ সদস্যরা শুল্কমুক্ত সুবিধায় এসব গাড়ি আমদানি করেছিলেন। জাপান থেকে আমদানি করা এসব গাড়ি চট্টগ্রাম বন্দর থেকে ছাড় করানোর আগেই গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন হয়।
কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আমদানি করা ৩১টি গাড়ির মালিকেরা সাবেক সংসদ সদস্য হওয়ায় এসব গাড়ি শুল্কমুক্ত সুবিধায় ছাড় করানোর বিষয়টি আটকে যায়।
পরবর্তীতে এনবিআরের নির্দেশনা অনুযায়ী শুল্ক-করসহ এসব গাড়ি ছাড় করানোর জন্য সংশ্লিষ্ট মালিকদের ঠিকানা বরাবর দুই দফায় চিঠি দেওয়া হলেও সাড়া মেলেনি। সে কারণে যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে এসব গাড়ি নিলামে তোলা হলো।
শুল্ক কর্মকর্তা সাকিব হোসেন বলেন, আমদানিকারকদের ঠিকানা জটিলতার কারণে বাকি সাতটি গাড়ি একইসাথে নিলামে তোলা যায়নি। পরে এসব গাড়ি নিলামে তোলা হবে।
কাস্টমস কর্মকর্তারা জানান, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে নিলামে অংশ নিতে পারবেন। আগ্রহী ক্রেতাদের সংরক্ষিত দরের কমপক্ষে ৬০ শতাংশ দর ডেকে নিলামে অংশ নিতে হবে। আগামি ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত আগ্রহীরা অনলাইন নিলামে অংশ নিতে পারবেন। পরদিন দর প্রস্তাব বিবেচনার পর বিক্রির বিষয়টি চ‚ড়ান্ত করা হতে পারে।
বর্তমানে চট্টগ্রাম বন্দরের নতুন কার শেডে রাখা ল্যান্ড ক্রুজারগুলো আগামি ২, ৩ ও ৪ ফেব্রুয়ারি দেখতে যেতে পারবেন নিলামে অংশগ্রহণকারীরা।
কাস্টমসের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিটি নতুন ল্যান্ড ক্রুজার গাড়ি সাবেক সংসদ সদস্যরা ৯৫ লাখ থেকে ১ কোটি টাকা পরিশোধ করে বিদেশ থেকে আমদানি করেছেন। শুল্ক-কর হিসাব করে প্রতিটির সংরক্ষিত মূল্য ৯ কোটি ৬৭ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।
কাস্টমস কর্মকর্তা সাকিব জানান, এই লটে বিভিন্ন সময়ে আমদানি করা আরও ২০টি গাড়ি নিলামে উঠছে। এর মধ্যে ল্যান্ড ক্রুজার, টয়োটা হ্যারিয়ার, ডাম্প ট্রাক, টয়োটা আরএভিফোর রয়েছে।