স্পোর্টস ডেস্ক
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়াদের টুর্নামেন্ট লিজেন্ডস নাইনটি ক্রিকেট লিগে খেলবেন তামিম ইকবাল।
একই আসরে খেলবেন এখনো পুরোপুরি অবসর না নেওয়া সাকিব আল হাসান।
আগামী ফেব্রুয়ারিতে ভারতের রায়পুরে বসবে লিজেন্ডস লিগ। যেখানে বিগ বয়েজ উনিকারি নামক দলের জার্সিতে খেলবেন তামিম।
সূত্রের খবরে জানা গেছে, একই আসরে দুবাই জায়ান্টসের হয়ে খেলার কথা রয়েছে সাকিবের। অর্থাৎ সবকিছু ঠিক থাকলে সাত দলের এই টুর্নামেন্টে মুখোমুখি হবে সাকিব ও তামিম।
এবারের বিপিএলের মাঝপথে অবসরের ঘোষণা দেন তামিম। আর সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ার এখন স্থগিত অবস্থায় আছে। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে অবসর নিতে চাইলেও শেষ পর্যন্ত তাকে দলে রাখেনি বিসিবি। তাছাড়া রাজনৈতিক ও আর্থিক কারণে মামলা চলছে তার বিরুদ্ধে। সবশেষ তার বোলিং অ্যাকশন নিশিদ্ধি ঘোষণা করা হয়েছে। ফলে বাংলাদেশের হয়ে তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে।