সাফ চ্যাম্পিয়নশিপ এক ভেন্যুতেই

2

দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট সাফ চ্যাম্পিয়নশিপের আগামী আসর হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে আয়োজনের পরিকল্পনা করেছিল সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। গত জানুয়ারিতে নেওয়া ওই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সংস্থাটি। নতুন সিদ্ধান্ত অনুসারে, আগের মতো এক ভেন্যুতেই হবে এ বছরের টুর্নামেন্ট। মঙ্গলবার নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাফের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে টুর্নামেন্ট আয়োজন কঠিনই। সেখানে বড় সমস্যা দেখা দেবে ভিসা নিয়ে। আগামী মে মাসে ভারতে অনুষ্ঠিতব্য সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ড্র সম্পন্ন হয়েছে। ৬ দল নিয়ে হবে এবারের প্রতিযোগিতা। বাংলাদেশ পড়েছে ‘এ’ গ্রুপে, প্রতিপক্ষ ভুটান ও মালদ্বীপ।