সানশাইন গ্রামার স্কুলের সহজ জয়, আজ ফাইনাল

1

স্পোর্টস ডেস্ক

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ – ২৫ (চট্টগ্রাম বিভাগীয় পর্ব) এর ম্যাচে ফেনী আলিয়া কামিল মার্দ্রাসাকে ১৩৩ রানের বিশাল ব্যবধানে পরাজিত করেছে চট্টগ্রামের সানশাইন গ্রামার স্কুল। শুক্রবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে চট্টগ্রাম সানশাইন গ্রামার স্কুল ৪৮.১ ওভারে ২৩২ রান সংগ্রহ করে। দলের পক্ষে জুনায়েদ সর্ব্বোচ ৭৭, ইব্রাহিম ৫২ রান করেন। জবাবে মাঠে নেমে ৩৪. ৩ ওভারে ৯৯ রানে গুটিয়ে যায় ফেনী আলিয়া কামিল মার্দ্রাসা। ফেনীর পক্ষে মোনতাহার সর্বোচ্চ ২৪ রান করেন। ম্যাচে বল হাতে চট্টগ্রামের মাহির ৪, আদিল ৩, ইব্রাহিম ২ এবং ফেনীর মোনতাহার ৩, আকিব, আবিদ ও আবদুল্লাহ ২টি করে উইকেট লাভ করেন। আজ ুশনিবার সাগরিকা মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২৫ (চট্টগ্রাম বিভাগীয় পর্ব) এর ফাইনাল ম্যাচে কুমিল্লা মর্ডান হাই স্কুলের মোকাবেলা করবে সানশাইন গ্রামার স্কুল। অবশ্য, ফাইনালে অংশগ্রহণকারী দুই দলই ঢাকায় অনুষ্ঠিত টুর্নামেন্টের চুড়ান্ত পর্বে অংশগ্রহণ করবে।