পূর্বদেশ ডেস্ক
সাধারণ মানুষ এই সরকারকে আরও পাঁচ বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে দেখতে চাইছে বলে মন্তব্য করেছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। গতকাল বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব তিনি এ মন্তব্য করেন।
উপদেষ্টা বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এই সরকার যেন আরও পাঁচ বছর থাকে, এমনটি চাচ্ছেন সাধারণ মানুষ। আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের নিজস্ব কিছু হাতিয়ার হারিয়েছে। তা এখনো উদ্ধার হয়নি। তবে উদ্ধার কার্যক্রম চলছে। সম্পূর্ণ অস্ত্র উদ্ধার হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে। খবর বাংলানিউজের।
তিনি আরও বলেন, যখন ঘটনা ঘটছে অপকর্ম করছে, তখনই আমরা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নিচ্ছে। আর জনগণকে আরও সচেতন হতে হবে। আগ্নেয়াস্ত্র কোনোভাবেই যেন ব্যবহার না হয়, সে বিষয়ে কঠোর নজরদারির পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আপনারাও তথ্য দিয়ে সহযোগিতা করবেন।
স¤প্রতি ইসরায়েলবিরোধী আগ্রাসনের নামে সিলেটে মব সৃষ্টি করে লুটপাট ও ভাঙচুর হয়েছে, বিএনপির এই দাবির প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তারা অনেক কিছুই বলতে পারে। তবে যারা এসব অপকর্ম করছে, আমরা তাদের আইনের আওতায় এনেছি। কোনোভাবেই যাতে কেউ আইন নিজের হাতে তুলে না নেয়, সেজন্য আমরা কঠোর অবস্থানে রয়েছি।
জুলাই অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে উপদেষ্টা বলেন, ভারতের সঙ্গে আমাদের যুদ্ধের কোনো আশঙ্কা নেই। ক্রিমিনালদের হ্যান্ডওভার (অপরাধী প্রত্যপর্ণ) বিষয়ে ভারতের সঙ্গে আমাদের একটি চুক্তি আছে। এই চুক্তির আওতায় হয়তো শেখ হাসিনাকে ভারত থেকে আনার চেষ্টা করা হবে। এ সময় সাংবাদিকদের সঠিক সংবাদ প্রকাশ করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, সঠিক সংবাদ প্রকাশ করলে জনগণ উপকৃত হবে। আমাদেরও কাজ করতে সহজ হবে।