সাদমানের সেঞ্চুরি, ইবাদত ৫/৩৬

12

চট্টগ্রামে টায়ার-২ এর ম্যাচে স্বাগতিক দলের বিপক্ষে ঢাকা মেট্রোর ওপেনার সাদমান অপরাজিত আছেন ১৬২ রানে। ২১ চার ও ২ ছক্কার ইনিংস। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার অষ্টম সেঞ্চুরি।
বাঁহাতি ওপেনারের সেঞ্চুরিতে দিনটি নিজেদের করে নিয়েছেন মেট্রো। ৪ উইকেটে ৩৫৭ রান তুলে দিনশেষ করেছে। বাকিদের মধ্যে শামসুর রহমান ৫০, অধিনায়ক মার্শাল আইয়ুব ৪০ ও আল-আমিন ৮৩ করে ফিরেছেন।
কক্সবাজারে টায়ার-২ এর আরেক ম্যাচে, সিলেটের ইবাদতের তোপে বরিশাল গুটিয়ে গেছে মাত্র ১৬২ রানে। ১৬ ওভারে ৩৬ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন এ পেসার। প্রথম শ্রেণির ক্রিকেটে তার দ্বিতীয়বার ৫ উইকেট শিকার।
সঙ্গে নাসুম আহমেদ নেন ৩ উইকেট। বরিশালের হয়ে নুরুজ্জামান ৪০, সালমান হোসেন ২৫, সোহাগ গাজী ২৩ রান করেন।
পরে ব্যাট করতে নেমে ইমতিয়াজ হোসেন ৪৮ রানে ফিরে গেলেও ভালো অবস্থানে আছে সিলেট। শানাজ আহমেদ ৩২ ও এনামুল জুনিয়র ২ রানে দ্বিতীয় দিন শুরু করবেন।