চন্দনাইশ উপজেলা জামায়াতের আমির মাওলানা কুতুবউদ্দিন বলেছেন, ইসলাম এমন একটি জীবনব্যবস্থা, যা মানুষের জন্য সর্বোত্তম জীবনযাপনের পথ নির্ধারণ করে। ইসলাম অনুসরণে এমন দক্ষ ও যোগ্য নেতৃত্ব তৈরি করা সম্ভব, যারা শুধু একটি জাতি নয়, বরং সমগ্র মানবতার কল্যাণে কাজ করবে। ইসলামি শাসন ব্যবস্থায় ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষ সমানভাবে নিরাপত্তা ও ন্যায়বিচার পাবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী চন্দনাইশ উপজেলাধীন সাতবাড়ীয়া ইউনিয়নের বহরম পাড়া ২নং ওয়ার্ড কতৃক আয়োজিত সাধারণ সভা ও প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২০ ডিসেম্বর রাতে এ প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথির বক্তব্যে দক্ষিণ জেলা জামায়াতের শূরা সদস্য এবং চন্দনাইশ উপজেলার সাবেক আমির মাওলানা আইয়ুব আলী বলেন, ফ্যাসিস্ট সরকারের শাসনামলে ইসলামি আন্দোলনকর্মীদের উপর অমানবিক নির্যাতন চালানো হয়েছে। কিন্তু ইসলামের সত্য আদর্শকে কেউ দমিয়ে রাখতে পারেনি, পারবেও না। সমাবেশে চন্দনাইশ উপজেলা জামায়াতের সেক্রেটারি কাজী আহসান সাদেক পারভেজ বলেন, ইসলামি শাসনব্যবস্থা কেবল একটি রাজনৈতিক ধারণা নয়, বরং এটি মানুষের সামগ্রিক জীবনের প্রতিটি দিককে আলোকিত করার একটি পূর্ণাঙ্গ পথ। বক্তব্য রাখেন সাবেক সেক্রেটারি আমিরুল ইসলাম। আনোয়ারা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এডভোকেট নাছির উদ্দীনের সভাপতিত্বে জমির আদনানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন বায়তুল মাল সম্পাদক আব্দুল খালেক নিজামী, চক্ষু বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ শাহাদাত, ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সেক্রেটারি নাছির উল্লাহ,জাফরাবাদ মাদরাসার সাবেক শিক্ষক নুরুল ইসলাম ফারুকী,সাতবাড়ীয়া ইউনিয়ন সভাপতি শফিকুর রহমান, ছাত্রশিবির চট্টগ্রাম পশ্চিম জেলার সাবেক দাওয়াত সম্পাদক মুজিবুর রহমান, ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী দক্ষিণের প্রকাশনা সম্পাদক আতিকুর রহমান, ছাত্রশিবির চট্টগ্রাম দক্ষিণ জেলার সাহিত্য সম্পাদক মো. মোকাম্মেল, চন্দনাইশ দক্ষিণের সভাপতি গোলাম কিবরিয়া, বৈলতলী ইউনিয়ন জামায়াতের সভাপতি বক্কর, আবু বক্কর, আজিজুর রহমান, আবুল হাশেম, ওমর ফারুক, আনিছুর রহমান, আব্দুল মালেক, আবিদুর রহমান টিপু, ফরিদ আহমদ, মোঃ মোতালেব, শাহাদাত হোসেন, নাজিম উদ্দিন, সোহেল সুলতান, মামুনুর রশিদসহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ। বিজ্ঞপ্তি