সাতকানিয়া-লোহাগাড়াবাসী অধ্যুষিত রেয়াজুদ্দিন বাজার-তামাকুমন্ডি লেইন-টেরিবাজার এলাকায় গত ২৪ ডিসেম্বর গণসংযোগ, পথসভা ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম -১৫ আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত মহাজোটের প্রার্থী প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। তিনি নৌকার পক্ষে বর্তমান গণজোয়ারকে বিগত পাঁচ বছরে ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের সুফল আখ্যায়িত করে বলেন, আগামীতেও সাতকানিয়া লোহাগাড়া আসনটি জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে পারলে সাতকানিয়া লোহাগাড়া উপজেলা দেশের উন্নয়নের রোল মডেলে পরিণত হবে। গণসংযোগ-পথসভা শেষে তামাকুমন্ডি লেন বণিক সমিতির কার্যালয়ে সন্ধ্যায় ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় মিলিত হন ড. আবু রেজা নদভী। মতবিনিময় সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাঈনুদ্দিন হাসান চৌধুরী, তামাকুমন্ডি লেইন বণিক সমিতির সভাপতি শামসুল আলম, সাবেক সভাপতি আব্দুল খালেক, মাওলানা এম মুজিবুর রহমান, সাবেক সাধারন সম্পাদক আবুল হোসেন, মনছুরুল আলম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ নেতা গোলাম ফারুক ডলার, সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোজাম্মেল হক, আহমদ সাইফুদ্দিন ছিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ লিটন, সাতকানিয়ার পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের, সাবেক মেয়র হাজী মোহাম্মদুর রহমান, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য জসিম উদ্দিন, চট্টগ্রাম চেম্বারের ডাইরেক্টর অহিদ সিরাজ স্বপন, ব্যবসায়ী নেতা আমান উল্লাহ জাহাঙ্গীর প্রমুখ। টেরীবাজার এলাকায় গণসংযোগ শেষে রাত আটটায় টেরিবাজারস্থ সাতকানিয়ার সর্বস্তরের ব্যবসায়ী ও অধিবাসীদের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নৌকা প্রতীকের প্রার্থী ড. আবু রেজা নদভী এমপি। বিজ্ঞপ্তি