দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান সাতকানিয়া মডেল হাই স্কুলের সহকারি প্রধান শিক্ষক সৈয়দ ফজলুল রহমান মুরাদ ভুল চিকিৎসায় মারা যাওয়ার অভিযোগে সাতকানিয়া মডেল হাই স্কুলের ছাত্রদের মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ ডিসেম্বর সাতকানিয়া মডেল হাই স্কুলের প্রাক্তন ও বর্তমান ছাত্রদের আয়োজনে সাতকানিয়া মডেল হাই স্কুলের সামনে পৌর মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মো. এনামুল হকের সভাপতিত্বে এ মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়। এ সময় প্রাক্তন ছাত্র এবং বর্তমান ছাত্রদের সাথে একাত্বতা প্রকাশ করেন সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, পৌর মানবাধিকার কমিশনের সহ-সভাপতি মামুনুল হক ও স্কুলের প্রাক্তন ছাত্র মোহাম্মদ কামাল উদ্দিন। প্রাক্তন ছাত্র মো. হেলালের সঞ্চালনায় এতে অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন জাবেদ হোসেন, মোহাম্মদ আয়াছ, মোহাম্মদ জুয়েল, ইকবাল মুন্না মো. গালিব, রুহুল আমিন, সেফায়েত উল্লাহ, দিদারুল ইসলাম, মো. ইমন, মিনহাজ উদ্দিন, জাবেদ ইকবাল, জাবেদুল ইসলাম, মো. আব্দুল্লাহ, জায়েদুর রহমান, হাসান মোরাদ, হামিদুর রহমান, মো. আজিম, মো. সায়েদ, রাশেদুল ইসলাম, তাসিব, সাহিল, সাঈদ, সায়েম, ইমন, সাইফু, ইয়াসিন প্রমুখ। এ সময় বক্তারা ডা. মো. জিল্লুর রহমান ও ডা. তাপস মিত্রের শাস্তির দাবি করেন। আগামী ২০ ডিসেম্বর চট্টগ্রাম প্রেসক্লাব এ মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদানের কথা জানান বক্তারা। বিজ্ঞপ্তি