সাতকানিয়া প্রতিনিধি
পবিত্র মাহে রমজান উপলক্ষে সাতকানিয়া পৌরসভা ৪ নং ওয়ার্ড কাউন্সিলর এবিএস সোহেলের ব্যবস্থাপনায় ছমদর পাড়ায় হত দরিদ্র তিন শত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ২ টা স্থানীয় কাউন্সিলর কার্যালয়ে কাউন্সিলর এবিএস সোহেলের সভাপতিত্বে ও মহিলা কাউন্সিলর শাহনাজ পারভীনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন বশির আহমেদ, মোহাম্মদ জাকারিয়া, মো. ইব্রাহিম, আক্তার হোসেন, মো. আব্দুলাহ, আবুল বশর, কালা পুতু ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় সাতকানিয়া পৌরসভা মেয়র তার বক্তব্যে বলেন, এ রকম মহতি উদ্যোগ, হতদরিদ্র মানুষের কষ্ট দূরীকরণে ভালো উদ্যোগ। ভবিষ্যতে এমনভাবে সকলকে হত দরিদ্র পরিবারের পাশে এগিয়ে আসার আহŸান জানান। উপস্থিতি স্থানীয় কাউন্সিলর এবং বিত্তবান সকলের প্রতি, সকলের পরিবারের সুস্থতা ও মঙ্গল কামনা করেন।