সাতকানিয়া কেরানীহাট হক টাওয়ার মাঠে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, সাতকানিয়া উপজেলা ইউনিট কমান্ডের উদ্যোগে গত ২৩ ডিসেম্বর মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সাতকানিয়া উপজেলা কমান্ডার মোহাম্মদ আবু তাহের এলএমজি’র সভাপতিত্বে ও ডেপুটি কমান্ডার মিলন কুমার ভট্টাচার্য্যরে সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের। অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ আবু তাহের এল.এম জি মুক্তিযুদ্ধের স্মৃতিচারণের পাশাপাশি আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধের স্ব-পক্ষ শক্তি বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চট্টগ্রাম-১৫ আসনে জাতীয় সংসদ সদস্য পদ প্রার্থী প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এবং চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. নজরুল ইসলাম-কে নৌকা প্রতীকে ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সমাবেশে উপস্থিত জনগণের প্রতি উদাত্ব আহবান জানান।
সভায় বিশেষ অতিথি ছিলেন রহমান মুক্তিযোদ্ধা মো. এনামুল হক, আদিনাথ মজুমদার, নায়েক (অব.) আবু তাহের, হুমায়ুন কাদের, বাদল বৈদ্য, ডা. জামাল উদ্দিন ও মো. নুরুল ইসলাম। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতকানিয়া কলেজ ছাত্রলীগের সভাপতি মো. কামাল উদ্দিন, মো. এনামুল হক প্রমুখ। বিজ্ঞপ্তি