সাতকানিয়ার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসার মোহাম্মদ নূর-এ-আলম-কে বরণ করা হয়েছে। এ উপলক্ষে গত ১২ মার্চ সাতকানিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আজিম শরিফের সভাপতিত্বে ও মির্জাখীল আদর্শ বালিকা উচ্চ বিদ্যায়ের প্রধান শিক্ষক সুমন বড়ুয়ার সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি ছিলেন জাফর আহমদ চৌধুরী কলেজের অধ্যক্ষ আবু আহমদ, একাডেমিক সুপারভাইজার আশিষ বরণ দেব, প্রধান শিক্ষকদের মধ্যে পরিমল কান্তি পাল, রওশন আলী চৌধুরী, দয়াল হরি মজুমদার, আবু হানিফ, মঞ্জুর কাদের, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এসএম ইউসুফ ও সাধারণ সম্পাদক জাহাঙ্গির আলম চৌধুরী। বিজ্ঞপ্তি