সাতকানিয়া উপজেলায় মাদার্শা হযরত শাহ ফকির মাওলানার তিন দিন ব্যাপি ৯৫ তম ওরশ ও মিলাদুন্নবী , সিরাতুন্নবী (সা.) মাহফিল দরবারের পীর শাহ মাওলানা মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে ৭ জানুয়ারি দরগাহ ময়দানে সম্পন্ন হয়।
এতে প্রধান অতিথি ছিলেন- চট্টগ্রাম বিভাগীয় এলজিইডি প্রকৌশলী মুহাম্মদ হাছান আলী। মাহফিলে প্রধান বক্তা ছিলেন- ঢাকা সেনানিবাস বায়তুল মামুর জামে মসজিদের খতিব হাফেজ মুফতি মাওলানা জামিল উদ্দিন। তাক্বরীর পেশ করেন, মাওলানা মুহাম্মদ মোজাহেরুল কাদের ফারুকী, মাওলানা মাহমুদুল হক ওসমানী, মাওলানা জাকারিয়া হাবিবী, মাওলানা আবু তাহের, মাওলানা নিজাম উদ্দিন জাফরী, মাওলানা ইব্রাহিম, মাওলানা আনোয়ার হোছেন জিহাদী ও মাওলানা মিনহাজ উদ্দিন প্রমুখ। মাহফিলে আশশেফা হসপিটাল লিমিটেডের এমডি ডা. নুরুল হক, শাহজাদা তানভীর রহমান, শাহাজাদা কুতুব উদ্দিন, সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম, শাহাজাদা সাইফুল ইসলাম সহ অসংখ্য ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন।
সালাউদ্দীনের সঞ্চালনায় মাহফিলে বক্তারা বলেন, আউলিয়া কেরামদের পথ ধরে এ দেশে ইসলাম এসেছেন। নবী-রসূল, সাহাবায়ে কেরাম ও আউলিয়া কেরামদের আদর্শ অনুসরণ করে সিরাতল মোসতাকিমেরর পথে এগিয়ে এসে মোমেনে কামেল হওয়া সম্ভব। মাহফিলে দরবার পরিচালিত হেফজখানা থেকে হেফজ সমাপ্তকারী তিন শিক্ষার্থীকে দস্তারবন্দী শেষে দেশ ও জাতির কল্যাণে আখেরি মুনাজাত করা হয়।