সাতকানিয়া প্রতিনিধি
সাতকানিয়া উপজেলায় অর্নুদ্ধ-১৭ ফুটবল টিম গঠনের লক্ষ্যে সাতকানিয়া উপজেলা ক্রীড়া সংস্থার এক সভা গতকাল মঙ্গলবার সকালে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যলয়ে নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে সাতকানিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব উপজলা যুব উন্নয়ন কর্মকর্তা সামশুদ্দিন, সদস্য আমিনুল হক, শাহাদাত হোসেন, সাংবাদিক শহীদুল ইসলাম বাবর, দিদার হোসেন ও বিভিন্ন ইউনিয়নের সচিববৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস বলেন, সাতকানিয়ার ১৭টি ইউনিয়ন ওপৌরসভা থেকে ভাল খেলোয়াড়দের বাছাই করে একটি দল গঠন করা হবে। সেই দলটিই জেলা পর্যায়ে ট‚র্ণামেন্টে অংশগ্রহণ করবে। আগ্রহী খেলোয়াড়দের স্ব-স্ব ইউনিয়ন পরিষদ সচিবদের কাছে গিয়ে নাম নিবন্ধন করতে হবে এবং যথাসময়ে সাতকানিয়ার পৌর সদরস্থ সাতকানিয়া হাই স্কুল মাঠে উপস্থিত থাকতে হবে।