সাতকানিয়ায় ১০ দিনে ৫৪ হাজার শিশুকে টাইফয়েড টিকা প্রদান

1

সাতকানিয়া প্রতিনিধি

সারাদেশের মতো চট্টগ্রামের সাতকানিয়ায়ও চলছে টাইফয়েড টিকাদান কর্মসূচি। ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের দেওয়া হচ্ছে এই টিকা। ১২ অক্টোবর শুরু হওয়া এ কর্মসূচি চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, প্রথম ১০ দিনে (১২-২১ অক্টোবর) সাতকানিয়ায় ৫৪,৯৫৮ জন শিশুকে টিকা দেওয়া হয়েছে। এ সময় লক্ষ্যমাত্রা ছিল ৫৬,৮০৮ জন, অর্জনের হার ৯৬.৭৪ শতাংশ। উপজেলার মোট লক্ষ্যমাত্রা ১,১৪,২৯২ জনের মধ্যে এখন পর্যন্ত ৭৪,৬৬১ জন শিশুর রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে।
২৩ অক্টোবর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কার্যক্রমের অগ্রগতি বিষয়ক সভায় এসব তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জসিম উদ্দীন এবং প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান।
সভায় সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সাংবাদিকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, টাইফয়েড টিকা সম্পূর্ণ হালাল ও নিরাপদ। সরকারের এই উদ্যোগ সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।