সাতকানিয়ায় সুনীল কান্তি দাশের সৎসঙ্গ ও স্মরণসভা

1

সৎসঙ্গ বিহার, সাতকানিয়ার উদ্যোগে সৎসঙ্গ বিহার- সাতকানিয়া প্রাঙ্গণে ৩১ অক্টোবর অনুষ্ঠিত হয় প্রাক্তন সভাপতি ও প্রবীণ সহ-প্রতি ঋত্বিক পরম প্রয়াত সুনীল কান্তি দাশের আত্মার চিরশান্তি কামনায় বিশেষ সৎসঙ্গ ও স্মরণসভা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাননীয় ট্রাস্টি দীপক কুমার পালিত।
সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন সৎসঙ্গ বাংলাদেশ-এর সম্পাদক ধৃতব্রত আদিত্য।
অন্যদের মধ্যে প্রয়াত সুনীল কান্তি দাশের স্মৃতিচারণ করেন সৎসঙ্গ বিহার-সাতকানিয়ার স্থায়ী কমিটির সভাপতি সাধন চন্দ্র সুশীল, সহ-প্রতি ঋত্বিক সুভাষ আচার্য্য ও তিমির সেন, এবং দেবাশীষ কান্তি বিশ্বাস। এতে সুনীল কান্তি দাশ দাদার আত্মার চিরশান্তি কামনায় প্রার্থনা ও ভক্তিগীতি পরিবেশনের মাধ্যমে সমাপ্তি ঘটে। বিজ্ঞপ্তি